ভক্তের কল্যাণে মেসির জার্সি যশের গায়ে

0
134

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

আর্জেন্টিনা জিতল। জয়ের পরই মিলে গেলেন লিয়োনেল মেসি এবং টলি অভিনেতা যশ দাশগুপ্ত। ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে না পৌঁছেও অভিনেতার গায়ে উঠল আর্জেন্টিনার ফুটবলার মেসির ১০ নম্বর জার্সি! কিন্তু কী ভাবে সম্ভব হল সেটা? যশের ফ্যান পেজ জানাচ্ছে, সবটাই তাদের কারিকুরি। কারিগরদের হাতিয়ার হল মিম। অভিনব ভাবনায় অভিনব কায়দায় মেসিকে অভিনন্দন জানাল যশের ফ্যান পেজ।

Yash Dasgupta
যশ দাশগুপ্ত।ছবি: সংগৃহীত

প্রসঙ্গত, ১৮ জুন যশানুরাগীরা দুই ভিন্ন পেশার উজ্জ্বল তারকাকে মিলিয়ে দিয়েছিল এক সুতোয়। ওই দিন তাদের মিমের বিষয় ছিল- “মেসি যেমন মাঠে দুরন্ত তেমনি ব্যক্তিগত জীবনে একইরকমের দুরন্ত যশ!” এখানেই শেষ নয়। তারা ১০ নম্বর জার্সি গায়ে, বল হাতে মেসির পাশে দাঁড় করিয়ে দিয়েছে অভিনেতাকে। তাঁর গায়েও ১০ নম্বর জার্সি, হাতে ফুটবল।

আরও পড়ুনঃ বিরুষ্কা কন্যা ভামিকার ছ’মাস পূর্তি

এ বারের মিমে অবশ্য যশ একাই। আগের মিম থেকে মেসিকে সরিয়ে দিয়ে অনুরাগীরা লিখেছেন – “১৫ বার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন। লিয়োনেল মেসির যুগে এই প্রথম। মেসির ভক্তরা মন খুলে আনন্দ করুন। সব বিতর্ক শেষ।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here