সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ
রাজ্যের মধ্যে পঞ্চম স্থান অর্জন কারী দক্ষিণ 24 পরগনার প্রত্যন্ত এলাকার মেয়ে ইয়াসমিনা খাতুন। দারিদ্র্যতার সাথে লড়াই করে রাজ্যের পঞ্চম স্থানে উঠে এসেছে সে। বাবা পেশায় চাষী, দীর্ঘদিন ধরে বাবার সঙ্গে চাষের কাজে হাত লাগিয়ে পড়াশোনা চালিয়ে গিয়েছে ইয়াসমিনা।
রাজ্যের মধ্যে পঞ্চম ও জেলার মধ্যে প্রথম স্থানাধিকারী, দক্ষিণ চব্বিশ পরগনার বুরুল পশ্চিম পাড়ার, সাতগাছিয়া বিধানসভার বজবজ ২ নম্বর ব্লকের মেয়ে ইয়াসমিনা। তার প্রাপ্ত নম্বর ৪৯৪। বুরুল গার্লস হাই স্কুলে কলা বিভাগ নিয়ে পড়াশোনা করতো সে। আগামীতে ভূগোল নিয়ে পড়াশোনা করতে চায় বলে জানিয়েছে এই কৃতি ছাত্রী।
আরও পড়ুনঃ কাজে যোগ দিল করোনা জয়ী পুলিশ কর্মীরা
দিনে ১৫ ঘন্টা পড়াশোনা করেও বাবার সঙ্গে চাষের কাজে হাত লাগাত সে। তার আঁকতে খুব ভালো লাগলেও বাবার আর্থিক দুরাবস্থার কারণে তা আর বেশি দূর এগোয়নি। কিন্তু সে এখন রাজ্যের মধ্যে ও জেলায় শীর্ষ স্থান অধিকার করেছে। বাবা আব্বাস উদ্দিনের তিন সন্তান, তার মধ্যে ইয়াসমিনা বড়। তার সাফল্যে খুশি পরিবারও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584