সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

কর্মীদের সক্রিয় করার পাশাপাশি প্রার্থী পরিচয় করতে কর্মীসভার আয়জন ব্লক তৃণমূল কংগ্রেসের।

দক্ষিন সুন্দরবনে মথুরাপুর লোকসভা কেন্দ্রের নামখানার হাসপাতাল মোড়ে প্রকাশ্য কর্মীসভায় মূল বক্তা ছিলেন সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা।ছিলেন জেলা পরিষদের সদস্য শ্রীমন্ত মালী।

এদিনের সমবেত কর্মীদের নিয়ে ১১৭ নং জাতীয় সড়কে মিছিল করেন।আদিবাসী নৃত্যের মধ্যে দিয়ে এদিনের সভার সূচনা হয়।
আরও পড়ুনঃ সবং-এর কর্মীসভায় ভোট নয় ভালোবাসা চাইলেন দেব


আজকের সভায় প্রার্থী চৌধুরী মোহন জাটুয়া জানান,সাংসদ থাকাকালীন সুন্দরবনের উন্নয়নের লক্ষ্যে বেশ কিছু কাজ করা হয়েছে জিতে আগামীতে আরও কাজ করা হবে।
অন্যদিকে মন্ত্রী গিয়াস মোল্লা বলেন উন্নয়নকে হাতিয়ার করে মানুষের কাছে এগিয়ে যেতে হবে।তাদেরকে বোঝাতে হবে।অন্যদিকে নামখানার তৃণমূলের অবিসংবাদী নেতা জেলা পরিষদের অধ্যক্ষ
শ্রীমন্ত মালী বলেন, নামখানা সাতটি পঞ্চাতের সমন্বয়ে গঠিত।এখানে অনেক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে আগামীতে আরও হবে।বিরোধী শূন্য নামখানায় তৃণমূলের সংখ্যাগরিষ্ঠতা সুনিশ্চিত বলেই তাঁর মত।এই সভায় উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক বঙ্কিম হাজরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584