নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
জেলা পরিষদ হলে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করলেন দর্শকরা।মেদিনীপুর শহরের উদীয়মান নৃত্য প্রশিক্ষণ সংস্থা স্টেপ ইন টাইমের দ্বিতীয় বর্ষ বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো শনিবার।
শহরের শহীদ প্রদ্যোৎ স্মৃতি সদনে আয়োজিত এই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান প্রতিশ্রুতিমান নৃত্যপ্রশিক্ষক তথা সংস্থার কর্ণধার শুভদীপ সাউ।উপস্থিত ছিলেন পুরসভার কাউন্সিলর বিশ্বনাথ পান্ডব, আইনজীবী রতন গুহ, সংস্কৃতিপ্রেমী দীপক দত্ত, জয়ন্ত মন্ডলসহ অন্যান্য বিশিষ্ট জনেরা।
এদিন নানা ধরনের মনোজ্ঞ নৃত্যানুষ্ঠানে দর্শকদের মন জয় করলেন সংস্থার কচিকাঁচা থেকে শুরু করে বড়রা। বিশেষ আকর্ষণ ছিল অভিভাবিকাদের “শিল শিলা ইয়ে চাহতকা” সমবেত নৃত্য। মূলত ওয়েষ্টার্ন নৃত্যে জোর দেওয়া এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু ২০১৪ সালে। প্রশিক্ষক শুভদীপ সাউ জানান, তাঁদের সংস্থা কন্টেমপরারী,বলিউড, হিপ হপ,সেমি ক্লাসিক্যাল, লোকনৃত্যসহ নানা ধরনের নৃত্যের প্রশিক্ষণ দিয়ে থাকে। শুভদীপ আরও জানান,আজ তিনি যেখানে দাঁড়িয়ে আছেন,তা তাঁর গুরু অলক ধাড়া,পদ্মা ধাড়া,দেবাশীষ বসু, সুদর্শন চক্রবর্তীর অবদান ও আশীর্বাদ।
এদিনের অনুষ্ঠানে সংস্থার কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।এদিন সন্ধ্যায় গোটা অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন আনন্যা পান্ডে ও রাহুল চন্দ্র। অনুষ্ঠান দেখতে এসে খুশি সুদীপ কুমার খাঁড়া,প্রদ্যুৎ জানাদের মতো দর্শকরা।সমস্ত অনুষ্ঠানের পাশাপাশি এদিনের “সোহাগ চাঁদ” “চাক ধুম ধুম” “রং দে মুহে গেরুয়া” “চল ছেইয়া ছেইয়া” “গণপতি বাপ্পা মোরিয়া” “শাল তলে বেলা ডুবিল” “রামজী কী চাল” “এই ফাগুনী পূর্ণিমা রাতে” “মন আমার ফড়িং হয়ে” “দিলবর দিলবর”এর মতো উপস্থাপনা গুলি ছিল বিশেষ আকর্ষণীয়।প্রশিক্ষক শুভদীপ সাউজানান ,আগামীদিনে তাঁরা আরো ভালো অনুষ্ঠান উপহার দেওয়ার চেষ্টা করবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584