কালিয়াগঞ্জ কো-অপারেটিভ স্টোরস এর ৫৭ তম বার্ষিক সাধারণ সভা

0
69

তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ

yearly meeting of co operative stores
নিজস্ব চিত্র

রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের কো-অপারেটিভ স্টোরস এর ৫৭ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।সভায় সমিতির নিজস্ব তহবিল ব্যায়ে দ্বিতল ভবনের উদ্বোধন করেন কাকিয়াগঞ্জ পৌরসভার পৌর পিতা কার্তিক চন্দ্র পাল।পৌরপিতা কার্তিক চন্দ্র পাল বলেন,

“কালিয়াগঞ্জ কো-অপারেটিভ স্টোরস বর্তমানে উত্তর দিনাজপুর জেলার মধ্যে একটি লাভদায়ক সমিতি হিসাবে জেলার মধ্যে সেরা সমবায় প্রতিষ্ঠানে প্রতিষ্ঠা পেয়েছে যা আমাদের সবার কাছেই গর্বের ব্যাপার।আসলে যে সমবায় প্রতিষ্ঠানের কর্মকর্তা সমবায় সমিতিকে স্বচ্ছ ভাবে পরিচালনা করতে পারবে সেই সমবায় সমিতি অবশ্যই ভালো সমবায়ের তকমা পেয়ে থাকে।

yearly meeting of co operative stores
নিজস্ব চিত্র

“কার্তিক বাবু বলেন, এই সমিতির আরো অনেক কাজ বাকি আছে যা এই সমিতির পরিচালক মন্ডলীগন অত্যন্ত তৎপরতার সাথেই সেই কাজগুলি করবে বলে তিনি আশা করেন।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উত্তর দিনাজপুর জেলার এ আর সি এস দেবাশিস রায় বলেন,

আরও পড়ুনঃ অবসরপ্রাপ্ত শিক্ষক নেতৃত্ব সত‍্যকিংকর হাজরাকে এবিটিএ-এর সম্মাননা

‘উত্তর দিনাজপুর জেলার সমবায় সমিতিগুলির মধ্যে কালিয়াগঞ্জ কো-অপারেটিভ স্টোরস একটি ভালো সমবায় সমিতি হিসাবে কাজ করছে এবং তা লাভদায়ক সমবায় সমিতিতে পরিণত হয়েছে এটা আমাদের সবার কাছেই আনন্দের ব্যাপার।’ দেবাশিস বাবু বলেন, আত্মহঙ্কার যদি কখনো চলে আসে তাহলে সেই সমিতি বেশিদিন চলতে পারেনা।

উত্তর দিনাজপুর জেলা পরিষদের কো-মেন্টর অসীম ঘোষ বলেন উত্তর দিনাজপুর জেলার মধ্যেই শুধু নয় রাজ্যের মধ্যে একটি প্রতিষ্ঠিত সমিতির মর্যাদা যাতে পায় তার জন্য এই সমিতির কর্মচারী থেকে পরিচালকমন্ডলী একযোগে সততার সাথে কাজ করলে তা অসম্ভব কিছুই নয়।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পৌর-সভার উপ-পৌর পিতা বসন্ত রায় কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তপন দেবসিংহ,সমিতির ডিরেক্টর সুনীল সাহা ,কালিয়াগঞ্জ ব্লকের খাদ্য দফতরের পরিদর্শক সুমন্ত গোস্বামী সহ বিশিষ্ট ব্যাক্তিগন।

সমিতির সভাপতি গৌতম ভট্টাচার্য এক সাক্ষাৎকারে বলেন গঠনমূলক আলোচনার মাধ্যমে সবার সহযোগিতা নিয়ে এই সমিতি এগিয়ে যাবে বলেই তার বিশ্বাস।সমিতির সম্পাদক আনন্দ কুমার মিত্র(নিমাই)বলেন আমরা স্বচ্ছতার সাথে কাজ করতে চাই।

আন্তরিকতা ও স্বচ্ছতা নিয়ে কাজ করলে এই সমিতি একদিন মহিরুহে পরিণত হবে বলে তিনি মনে করেন।জানা যায় সমিতির সাধারণ সভায় সমিতি যাতে তার নানাবিধ কাজের মাধ্যমে এগিয়ে যেতে পারে তা নিয়ে বক্তব্য রাখেন বিশিস্ট সমবায়ী মনোজ রায়,সুজিত তালুকদার স্বপন চক্রবর্তী সহ অনেকেই।সমিতি এগিয়ে নিয়ে যেতে সবাই একযোগে চেষ্টা করবেন বলে আশা প্রকাশ করেন কর্মকর্তা থেকে সাধারণ সদস্যরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here