কবির হোসেন, মুর্শিদাবাদঃ
অষ্টম আন্তর্জাতিক যোগ দিবস সাড়ম্বরে পালিত হল সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল দশটায় সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আধিকারিক শিশির কুমার সর্দার ফিতে কেটে ও প্রদীপ জ্বালিয়ে আন্তর্জাতিক যোগ দিবসের সূচনা করেন । এদিনের অনুষ্ঠানে থেকে ডাক্তার স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য কর্মী ছাড়াও বিভিন্ন পেশায় যুক্ত মানুষ । প্রায় ৮০ জন এদিনের যোগ দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।এদিনের অনুষ্ঠানে যোগদান করেন আগত প্রতিনিধি ও বিশেষজ্ঞরা যোগ দিবস উপলক্ষে যোগের বিভিন্ন দিক তুলে ধরেন বর্তমানে পরিবেশ স্বাস্থ্য কে সুরক্ষিত রাখার জন্য যোগ অতি প্রয়োজনীয় বিষয় বলে উল্লেখ করেন।
আরও পড়ুনঃ কান্দি দেব যোগা কেন্দ্রের উদ্যোগে আন্তর্জাতিক যোগা দিবস উদযাপন
২০১৫সালে একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করা হয় এই উপলক্ষে ভারত ছাড়া বিভিন্ন দেশে সাড়ম্বরে যোগ পালন করে আসছে। এবছর ভারত ছাড়া বিভিন্ন অঞ্চলের দেশ সৌদি আরবিয়া ইউ এ ই প্রভৃতি দেশে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়। এদিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্নাটকের মাইসোর প্যালেস এ যোগ দিবস কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584