নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
বাংলায় ক্ষমতায় এলে বিজেপি কি কি করবে তার তালিকা বেড়েই চলেছে।২০২১ এর ভোটযুদ্ধে বিজেপির পাখির চোখ বাংলা। প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী নিত্য আনাগোনা থেকে শুরু করে তাবড় কেন্দ্রীয় নেতারা মাটি কামড়ে পড়ে রয়েছেন বাংলায়। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ একের পর এক সভা করে চলেছেন।
চতুর্থ দফা ভোটের আগে হুগলির চাঁপদানি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ সিং এর সমর্থনে প্রচারে এসেছেন যোগী। বৈদ্যবাটির ডি এস পার্ক মাঠে একটি জনসভা করেন তিনি। সেখান থেকেই যোগী আদিত্যনাথের প্রতিশ্রুতি বিজেপি বাংলায় ক্ষমতায় এলে তৈরি হবে ‘অ্যান্টি রোমিয়ো স্কোয়াড’।
আরও পড়ুনঃ করোনার উদ্বেগজনক পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক প্রধানমন্ত্রীর
এছাড়া ‘সোনার বাংলা সংকল্প পত্র’ অনুযায়ী মেয়েদের পড়াশুনা থেকে শুরু করে কি কি সুবিধা দেবে বিজেপি তাও সবিস্তারে আবার জানিয়েছেন তিনি। ‘কেজি টু পিজি’ বিনামূল্যে পড়তে পারবে মেয়েরা। গণপরিবহন মেয়েরা ব্যবহার করবে বিনামূল্যে সবশেষে তাদের নিরাপত্তার দায়িত্বে থাকবে ‘অ্যান্টি রোমিয়ো স্কোয়াড’ বলা বাহুল্য তাও বিনামূল্যেই।
সরকার যে কোন ব্যবসায়িক প্রতিষ্ঠান নয় বা লাভজনক সংস্থা নয় সেটা বোধহয় তাঁরা ভুলেই গিয়েছেন। এই ‘বিনামূল্যে’ জনসেবার জন্যেই সাধারণ মানুষ সরকারকে ট্যাক্স দেন ও সরকারকে নির্বাচন করে থাকেন। ‘বিনামূল্যে’ পাওয়া মানে ভোটারকে বা নাগরিককে কৃতার্থ করা নয় এই বিষয়টি তাঁরা ভোটের আগে ভুলতে বসেছেন।
আরও পড়ুনঃ “চীন আমাদের ওপর সাইবার আঘাত আনতে সক্ষম”, মন্তব্য বিপিন রাওয়াতের
সেকারণেই বোধহয় ‘বিনামূল্যে’ শব্দটি বারেবারে উঠে আসে তাঁদের বক্তব্যে।এছাড়াও, কেন্দ্রীয় সরকারের সাফল্যের খতিয়ান এদিনের জনসভায় তুলে ধরেন যোগী আদিত্যনাথ।তিনি বলেন “আমাদের সরকার যা বলে তা করে দেখায়”।
এই ‘করে দেখানো’ বলতে তিনি রাম মন্দির নির্মাণ, কাশ্মীরে ৩৭০ ধারা রদ এই সব উদাহরণ দেন। পাশাপাশি, সিএএ বিরোধী আন্দোলন, দুর্গাপূজা বন্ধ, গো-হত্যা এই বিষয়গুলি নিয়েও নিজের পরিচিত ধরণ মেনেই বক্তব্য রাখেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584