বিশ্বকাপে পাকিস্তানের জয়ে উচ্ছ্বাস প্রকাশকারীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা, নির্দেশ যোগী আদিত্যনাথের

0
123

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

গত ২৪ অক্টোবর, রবিবার টি-২০ ক্রিকেট বিশ্বকাপে প্রথম ম্যাচ ছিল ভারতের। এদিন প্রথম ম্যাচেই পাকিস্তানের কাছে পরাজিত হয় ভারত। এরপর সেদিন বাজি পুড়িয়ে সেই পরাজয়ের আনন্দ উদযাপন করেছেন অনেকেই। এবার তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে তৎপর উত্তরপ্রদেশ সরকার। টি-২০ ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের জয়ে যাঁরা উচ্ছ্বাস প্রকাশ করবে তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রদোহের মামলা করা হবে। এমনটাই নির্দেশ দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

Yogi Adityanath
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

গত রবিবার টি-২০ বিশ্বকাপে প্রথম ম্যাচ ছিল ভারতের। এদিন ভারতের প্রতিপক্ষ দল ছিল পাকিস্তান। ম্যাচ চলাকালীন পাকিস্তানের হয়ে জয়ধ্বনি দেওয়া এবং পরে এই ম্যাচে পাকিস্তান জয়ী হলে সেই আনন্দ উদযাপন করার মতো একাধিক ঘটনা সেদিন প্রকাশ্যে এসেছিল। পাকিস্তানের হয়ে জয়ের উচ্ছ্বাস প্রকাশের কারণে কাশ্মীরি মেডিক্যাল পড়ুয়া তরুণীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুনঃ দিল্লির টিকরি সীমানায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু তিন মহিলা কৃষকের, চালক পলাতক

পাক ক্রিকেট দলকে সমর্থন করা নিয়ে ইতিমধ্যেই সরগরম দেশের রাজনীতি। এরই মাঝে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সাফ জানিয়ে দিলেন, পাকিস্তানের জয়ে যাঁরা উচ্ছ্বসিত হবে, তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here