নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
ইম্ফলের চূড়াচন্দপুর জেলার কাংগভাই গ্রামের অ্যাইজ্যাক পলাল্লুংমুয়ান ভাইফেই(১২) অসমের কনিষ্ঠতম ছাত্র যে দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় বসতে চলেছে।
বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন(বিওএসইএম) এর অন্তর্গত অসম হাই স্কুল তাকে স্কুল লিভিং সার্টিফিকেট দিয়ে পরীক্ষায় বসার জন্য অনুমতিও দিয়েছে। বিওএসইএম আইজ্যাকের কেসটিকে ‘বিশেষ কেস’ হিসাবে বিচার করে তাকে পরীক্ষায় বসার অনুমতি দেয়।
অষ্টম শ্রেণি পর্যন্ত আইজ্যাক মাউন্ট অলিভ স্কুলের ছাত্র ছিল। মা-বাবার জেষ্ঠ্য পুত্র সে। এএনআই কে দেওয়া একটি সাক্ষাৎকারে আইজ্যাক বলে, “আমি অত্যন্ত আনন্দিত এবং উত্তেজিত। আমি স্যার আইজ্যাক নিউটনকে শ্রদ্ধা করি, আর আমার মনে হয় আমি অনেকটাই ওঁর মতো। তাছাড়া আমাদের দু’জনের নামও এক।”
আরও পড়ুনঃ বিলগ্নীকরণ রুখতে লংমার্চ শ্রমিকদের
আইজ্যাক যাতে অল্প বয়সেও ম্যাট্রিকে বসার সুযোগ পায় সেজন্য তার বাবা জেনখোলেইন ভাইফেই, শিক্ষা দফতরে একটি আবেদনপত্র জমা দিয়েছিলেন।
সেই আবেদনপত্রের উত্তরে দফতরের কমিশনার আইজ্যাকের একটি সাইকোলজি টেস্টের ব্যবস্থা করেন। সেই টেস্টের ফলাফলে জানা গিয়েছে, আইজ্যাকের মনের বয়স ১৭ বছর ৫ মাস, আইকিউ লেভেল ১৪১। অন্য পাঁচটা বাচ্চার থেকে বুদ্ধিমত্তায় এবং সংবেদনশীলতায় অনেক এগিয়ে সে।
আইজ্যাকের বাবা চেয়েছিলেন ছেলের বয়স কাগজে কলমে ১৫ দেখাতে যাতে সে পরীক্ষায় বসার সুযোগ পায়, কারণ বোর্ডের নিয়ম অনুযায়ী ম্যাট্রিকে বসতে হলে কোনও শিক্ষার্থীর নূন্যতম বয়স ১ এপ্রিলের মধ্যে ১৫ হতে হবে। সেই হিসেবেই তিনি শিক্ষা দফতরের কাছে আবেদনটি রেখেছিলেন।
শিক্ষা দফতরের সামগ্রিক সাহায্যে খুশি হয়ে তিনি জানিয়েছেন, “আমরা শিক্ষা দফতরের প্রতি কৃতজ্ঞ। আগামী দিনে আইজ্যাকের মতো যোগ্য শিক্ষার্থীদের সাইকোলজি টেস্টের মাধ্যমে পরীক্ষায় বসার সুযোগ হলে তারা বেশ উপকৃত হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584