অযোধ্যা বা মথুরা থেকে নয়, জল্পনা উড়িয়ে গোরক্ষপুর থেকেই প্রার্থী আদিত্যনাথ

0
122

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

শেষ পর্যন্ত সব জল্পনার অবসান ঘটিয়ে জানা গেল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আসন্ন বিধানসভা নির্বাচনে গোরক্ষপুর কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন। শনিবার উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের জন্য প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। সেই তালিকাতেই প্রকাশিত যে গোরক্ষপুর (গ্রামীণ) কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন আদিত্যনাথ। আগামী ৩ মার্চ ষষ্ঠ দফায় এই কেন্দ্রে ভোট গ্রহণ।

Yogi Adityanath
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

কিছুদিন ধরেই জল্পনা শুরু হয়েছিল যে অযোধ্যা বা মথুরা থেকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্য়নাথ বিজেপি প্রার্থী হিসাবে নির্বাচনে লড়তে পারেন। অন্যান্য রাজনৈতিক দলগুলিও সেই অনুযায়ী নিজেদের প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করেছিল, তবে সব জল্পনার অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রীর জন্য গোরক্ষপুর কেন্দ্রই বেছে নিল বিজেপি। উল্লেখ্য, ১৯৯৮ সাল থেকে টানা ৫বার গোরক্ষপুর কেন্দ্র থেকেই তিনি লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেছেন। এবং প্রতিবারই বিপুল ভোটে জয়ীও হয়েছেন। তাই এবারও মুখ্যমন্ত্রীর জন্য তাঁর চেনা কেন্দ্র গোরক্ষপুরকেই বাছলো দল।

আরও পড়ুনঃ আপত্তি নেই ভোট পিছোনোয়, কমিশনকে চিঠি নবান্নের

উল্লেখ্য, এই প্রথমবার বিধানসভা নির্বাচনে লড়াই করতে চলেছেন যোগী আদিত্যনাথ। সামনেই ২০২৪ এর লোকসভা নির্বাচন, তাই উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন আপাতত বিজেপির জন্য ‘অ্যাসিড টেস্ট’ বলা যায়। তাই উত্তর প্রদেশে ফের একবার সরকার গড়ার লক্ষ্যে তারকা প্রার্থীদের নিয়ে কোনও ঝুঁকি নিতে রাজি নয় বিজেপি এমনটাই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

আরও পড়ুনঃ ‘ড্যামেজ কন্ট্রোলে’ মুর্শিদাবাদ দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি সাখারভ সরকার কান্দিতে

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here