বাড়িতেই বানান স্যানিটাইজার

0
138

নবনীতা দত্তগুপ্ত, ওয়েবডেস্কঃ

নির্দিষ্ট সময়ের পর বন্ধ হচ্ছে বাজার। প্রয়োজনীয় জিনিসে পড়েছে টান। মোদ্দাকথা, সবলিমিয়ে বেশ বিপাকে নাগরিকজীবন।

hand wash | newsfront.co
প্রতীকী চিত্র

তার উপরে নিজেকে পরিষ্কার আর জীবানুমুক্ত করতে সাবান, স্যানিটাইজার, হ্যান্ড ওয়াশের চাহিদা বাড়ছে প্রতিদিন। স্যানিটাইজার পাওয়া যাচ্ছে না বাজারে। আকাল মাস্কেরও। এই সময়ে দাঁড়িয়ে তাই যদি নিজেই ঘরে বানিয়ে ফেলা যেত হ্যান্ড স্যানিটাইজার তা হলে ভালই হত- অনেকেই ভাবছেন এরকম।

আরও পড়ুনঃ হাত ধোয়ার পাশাপাশি করোনা রুখতে মানতে হবে সব নিয়ম

aloe vera | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

ভাবছেন কেন? বানিয়েই ফেলুন না মাত্র তিনটি উপকরণ দিয়ে।

উপকরণঃ অ্যালোভেরা জেল, ইথাইল অ্যালকোহল, ভিটামিন-ই ক্যাপসুল।

পদ্ধতিঃ প্রথমে ভাল করে অ্যালোভেরা জেল একটা পাত্রে নিয়ে ব্লেন্ড করতে হবে৷ হাত দিয়েও করতে পারেন আবার মিক্সিতেও করা যেতে পারে। এরপর তাতে ৪-৫ টির মতো ভিটামিন-ই ক্যাপসুল কেটে দিয়ে দিন। আবারও দুটিকে খুব ভাল করে মেশাতে হবে। এরপর দিতে হবে ইথাইল অ্যালকোহল। সবটা ভাল করে মিশে গেলে একটা কন্টেনারে স্টোর করতে হবে। যেসব কন্টেনারগুলো স্প্রে করার উপযোগী সেগুলো ব্যবহার করতে হবে।

alcohol | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

মনে রাখবেনঃ আপনি ভিটামিন-ই ক্যাপসুল নাও ব্যবহার করতে পারেন। তবে শুধু অ্যালোভেরা আর ইথাইল অ্যালকোহল ব্যবহারে দিন কয়েকবাদে স্যানিটাইজারটি থেকে বাজে গন্ধ বেরোতে পারে। সেরকমটা যাতে না হয় তাই দিতে হিবে ভিটামিন-ই ক্যাপসুল। এটি বাজে গন্ধ হতে দেবে না। এটি স্যানিটাইজারের প্রিজারভেটিভের কাজ করে।

vit E | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

আবার ইথাইল অ্যালকোহলের জায়গায় ডেটল জলও ব্যবহার করা যেতে পারে। তবে, ইথাইল অ্যালকোহল বেশি উপকারী স্যানিটাইজারের ক্ষেত্রে।

একইভাবে ইথাইল অ্যালকোহল একাই যে কোনও জীবাণু ধ্বংস করতে পারে। তা হলে অ্যালোভেরা কেন? অ্যালকোহল বা অ্যাসিড জাতীয় পদার্থ ত্বক রুক্ষ্ম করে দেয়। সেখানে অ্যালোভেরা ত্বকের যত্ন নেয়।
তা হলে আর দেরি কেন? বানিয়ে ফেলুন হ্যান্ড স্যানিটাইজার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here