নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
রাজ্যে ক্রমেই থাবা বসাচ্ছে কোভিড-১৯। আর তার ফলেই এই সংক্রমণ থেকে রাজ্যবাসীকে বাঁচাতে মাস্ক পড়া বাধ্যতামূলক করলো রাজ্য সরকার। কিন্তু কে শোনে কার কথা। সরকারের এই নিয়মকে কার্যত বুড়ো আঙুল দেখিয়েই ঘরের বাইরে বের হচ্ছে জনসাধারণ।
এমনকি মাস্ক ছাড়াই নিত্য প্রয়োজনীয় সামগ্রীও কেনার জন্য রীতিমতো দোকানে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। তাই এবার মাস্ক পড়া বাধ্যতামূলক করতে তৎপর হল রায়গঞ্জ পুরসভা। এমনকি মাস্ক না পরে বাজারে এলে কোনও ক্রেতাকে কিছু বিক্রি করা যাবে না বলে দোকানদারদের সাফ জানিয়ে দেন পুর চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস।
আরও পড়ুনঃ সন্দেহভাজন রোগীদের লালারস সংগ্রহের প্রশিক্ষন নিয়ে এলেন ইসলামপুর হাসপাতালে কর্মীরা
জানা গেছে, এর আগেও রায়গঞ্জের পুর চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস বাজারে গিয়ে ক্রেতাদের কাছে ‘হাত জোড়’ করে এ বিষয়ে সচেতন করেন। কিন্তু এরপরও বাসিন্দাদের চেতনা ফেরেনি । তাই মাস্ক পড়া বাধ্যতামূলক করতে, বাধ্য হয়ে এই নিয়ম চালু করল রায়গঞ্জ পুরসভা । ফলে বলা যেতেই পারে, এক প্রকার বাধ্য হয়েই মাস্ক কিনে তারপর বাজার করতে হচ্ছে রায়গঞ্জবাসীকে।
এমনকি রবিবার থেকে পুর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়, যে মাস্ক না পরলে বাজার থেকে জিনিস কিনতে পারবে না কেউ। যদিও এই ব্যাপারে বাজারের ব্যবসায়ীদের সাথে কথাও বলে নেন সন্দীপ বাবু। তবে বর্তমান পরিস্থিতিতে তারাও পুরসভার এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে। তাই রবিবার থেকে রায়গঞ্জের বাজারগুলিতে এই নিয়ম চালু করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584