১১ ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল সবাইকে চমকে দেবে, দৃঢ়প্রতিজ্ঞ অমিত

0
79

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

বুধবার পূর্ব দিল্লির কোন্ডলিতে হওয়া নির্বাচনের একটি মিটিং এ স্বরাষ্ট্রসচিব অমিত শাহ, আম আদমি পার্টি এবং কংগ্রেসকে লাগাতার কটাক্ষ করেন। তিনি বলেন, বিরোধী দলগুলি সংশোধিত নাগরিকত্ব আইন, কাশ্মীর থেকে ৩৭০ ধারা বরখাস্ত, রাম মন্দির গঠন —এই বিষয়গুলিকে ইস্যু করে বিজেপির বিরোধিতা করছে, কারণ তারাও ভোটব্যাঙ্কের রাজনীতিতে বিশ্বাস করে। তারা জানে বিজেপির সাথে ভোটে তারা পেরে উঠবে না, তাই এই বিষয়গুলিকে মুখ্য করে বিরোধিতা করছে তারা।

Amit Shah | newsfront.co
চিত্র সৌজন্যঃ ইন্ডিয়ান এক্সপ্রেস

আরও পড়ুনঃ নির্বাচনের আগে আজ রামমন্দির ট্রাস্ট গঠনের ঘোষণা নরেন্দ্র মোদির

এদিন অমিত শাহ সংবাদমাধ্যমকে বলেন, ৮ ফেব্রুয়ারির নির্বাচন দুই নীতিবোধের মধ্যে একটিকে বেছে নেওয়ার খেলা— দিল্লি এবং দেশের নিরাপত্তা। আমি দেখতে চাই দিল্লির মানুষ কোন নীতিবোধে বিশ্বাস করেন।

এরপর জনগণের উদ্দেশে তিনি আপ এবং কংগ্রেসকে লক্ষ্য করে জিজ্ঞেস করেন, আপনারা কি ওদের ভোট দেবেন? এর উত্তরে আপামর জনগণ ‘না’ বলে এর জবাব দেন। এরপরে অমিত শাহ আরও একবার জনতার উদ্দেশে জিজ্ঞেস করেন, আপনাদের ভোট কারা পাবে? উত্তর আসে— শাহিনবাগ।

অমিত শাহ জনতাকে ৮ ফেব্রুয়ারি সকাল ১০.৩০ এর মধ্যে সবাইকে ভোট দেওয়ার কথা বলেন। পাশাপাশি তিনি বলেন, আমি জানি ১১ ফেব্রুয়ারি জনগণের সিদ্ধান্ত কী হবে। আমি জানি ভোটের সিদ্ধান্ত সবাইকে চমকে দেবে।

অমিত শাহ যিনি বিগত কয়েকদিন ধরেই দিল্লির নির্বাচনকে সামনে রেখে লাগাতার বিজেপির প্রচার করে বেরাচ্ছেন, এদিন জনতার উদ্দেশে বলেন, এটা আপনাদের বিচার যে আপনারা কোন পক্ষকে সঙ্গ দেবেন? শাহিনবাগের বিক্ষোভ সমর্থনকারী রাহুল গান্ধি, অরবিন্দ কেজরিবাল নাকি দেশের নিরাপত্তারক্ষায় সদা চিন্তাশীল মোদিজিকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here