নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
লকডাউনের পরেও মানুষ যেন সচেতন থাকে, স্বাস্থ্যসম্মত ভাবে বেঁচে থাকতে পারেন সেজন্য তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। কখনও তাদের দেখা যাচ্ছে ব্যাঙ্কের লাইন ঠিক করতে কিংবা ভিড় নিয়ন্ত্রণ করতে। বোঝাচ্ছেন, ভবিষ্যতে নিয়ম মেনে চলার কথাও।

করোনার বিরুদ্ধে এই যোদ্ধারা হলেন সিভিল ডিফেন্স থেকে প্রশিক্ষণ প্রাপ্ত যুবকরা। যারা এই সংকটময় মুহূর্তে সরকারি নির্দেশিকা মেনে যারা লকডাউন মানছেন না বা মানছেন না সামাজিক দূরত্ব সেই সমস্ত অসচেতন মানুষদের কাছে পৌঁছে তাদেরকে সঠিকভাবে সচেতন করছেন সিভিল ডিফেন্সের ওই সৈনিকরা। তাদের আদৌ কোনো স্থায়ী চাকরি নেই।
আরও পড়ুনঃ করোনা মোকাবিলায় আরো একধাপ ফালাকাটা সুপার স্পেশালিটির
শুধু জরুরি পরিস্থিতিতে সাময়িকভাবে তাদেরকে ডেকে নেওয়া হয়। অর্থাৎ যুদ্ধ শেষ হলে তাদের কাজ শেষ হয়ে যাবে। জেলার বিভিন্ন ব্লকে কাজ করছেন। বন্যা বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন ঘটনায় তাদেরকে যখনই ডাকা হয় তখনই তারা ছুটে যান।
উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মহকুমায় এ ধরনের প্রশিক্ষণরত যুবকরা কাজ করছেন মোট ৭৬ জন। ইসলামপুর মহকুমার গোয়ালপোখর এবং ইসলামপুর ব্লকে সব মিলিয়ে এখন পর্যন্ত কাজ করছেন ১৫ জন। অন্যান্য ব্লকেও প্রয়োজনের ভিত্তিতে পরে পাঠানো হতে পারে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584