নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন যোগ দিতে। কিন্তু অনুষ্ঠানে থাকা হল না। এল করোনা রিপোর্ট। তাতে পজিটিভ রিপোর্ট এসেছে। ফলে বিয়ের অনুষ্ঠান থেকেই সোজা করোনা হাসপাতালে যেতে হল যুবতীকে। এতে মহা ফাঁপড়ে পড়েছেন অনুষ্ঠানে যোগ দেওয়া অন্যান্য আত্মীয় পরিজনরা।
এমনই ঘটনা ঘটেছে পুরাতন মালদহ পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে। আক্রান্ত একজন যুবতী। তিনি দিল্লিতে একটি পার্লারে কাজ করতেন। লকডাউনের কারণে আগে বাড়ি ফিরতে পারেননি। সম্প্রতি ট্রেন চালু হলে সবাই মিলে ফিরে আসেন। গত ১২ জুন ওই যুবতী সহ তাঁর পরিবারের পাঁচজন মৌলপুর স্বাস্থ্য কেন্দ্রে করোনা পরীক্ষার জন্য লালারস নমুনা জমা দেন।
আরও পড়ুনঃ চোখের জলে বিপুল রায়কে বিদায় আলিপুরদুয়ারের
তারপর থেকে তাঁরা বাড়িতেই ছিলেন। হোম কোয়ারেন্টাইনের নিয়ম উড়িয়ে তাঁরা এলাকায় দিব্যি ঘোরাফেরাও করেছেন বলে দাবি বাসিন্দাদের। এবার লালারস পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসায় যুবতীকে নিয়েই প্রতিবেশীরা উদ্বেগে রয়েছেন। শনিবার সকালেই স্থানীয় বাসিন্দারা কুল গাছের কাঁটা দিয়ে এলাকায় বেড়া দিয়ে দেন।
করোনা আতঙ্কে এলাকার দু’টি গলি কার্যত সিল করে দেওয়া হয়েছে। শুক্রবার ওই যুবতীর কাকার বিয়ের আশীর্বাদ অনুষ্ঠানে পরিবারের সদস্যরা গিয়েছিলেন। সেই অনুষ্ঠানে কারা কারা তাঁর সংস্পর্শে এসেছেন, সেবিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584