মনিরুল হক, কোচবিহারঃ
অনলাইনে অ্যাপেল আইফোন ৭ কিনতে গিয়ে প্রতারণার শিকার হলেন কোচবিহারের ২ নং কালিঘাটের বাসিন্দা অভিষেক ব্যানার্জি। অভিযোগ, গতকাল রাতে তিনি ফেসবুকে একটি পোস্ট দেখতে পান। সেখানে সৌভিক সূত্রধর নামে এক ব্যক্তি একটি আইফোন৭ এর ছবি দিয়ে জানিয়ে ছিলেন যে মাত্র ৫০০০ টাকায় সেই আইফোন ৭ বিক্রি করা হবে। সেই সময় অভিষেক বাবু সেই ব্যক্তিকে জানান, ৪৫ হাজার টাকা দামের সেই ফোন কিভাবে ৫০০০ টাকায় বিক্রি করছে।
সেই প্রশ্নের উত্তরে সৌভিক সূত্রধর জানিয়েছিলেন, এই ফোন বিভিন্ন ইয়টুবাররা উনবক্স করে রাখে সেই ফোন গুলি ৫০০০ টাকায় দেওয়া হচ্ছে। তাঁর মধ্যে প্রথমে ৫০ শতাংশ টাকা তাকে পেমেন্ট করতে হবে। সেই লোভে পা দিয়ে অভিষেক বাবু অনলাইনের মাধ্যমে তার অ্যাকাউন্ট থেকে ২৫০০ টাকা সৌভিক সূত্রধর-এর অ্যাকাউন্টে পাঠান।
বর্তমানে অভিষেক বাবুর অভিযোগ, টাকা পাঠানোর পড় থেকে তাকে ফোনে পাওয়া যাচ্ছে না এবং তাঁর ফেসবুক অ্যাকাউন্টও বন্ধ ছিল। বুধবার সকালে কোচবিহারের কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন অভিষেকবাবু।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584