শ্মশানে শবদাহ করতে গিয়ে নদীতে তলিয়ে গেল মুক বধির যুবক

0
146

বদরুল আলম, হুগলী

আজ সন্ধ্যেবেলায় হুগলি জেলার আরামবাগ শহরের পাড়ের ঘাটের কাছে দ্বারকেশ্বর নদে তলিয়ে গেল এক যুবক । জানা গেছে যুবকের নাম বিকাশ ব্যানার্জি । জন্ম গত মুখবধির সে।  বাবার নাম পরিমল ব্যানার্জি । বাবা আরামবাগ পৌরসভার কর্মচারী ।

খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকল ও ডিজেষ্টার ম্যনেজমেন্ট এর কর্মীরা ।শুনেই
আরামবাগের পৌরপিতা স্বপন নন্দী ঘটনাস্থলে গেছেন ও উদ্ধারকার্যের তদারকি করছেন ।
এখনও পর্যন্ত মুখবধির যুবক বিকাশ ব্যানার্জি কে উদ্ধার করা যায়নি । দমকল ও ডিজেষ্টার ম্যনেজমেন্ট এর কর্মীরা দ্বারকেশ্বর নদীতে জোর কদমে তল্লাশি চালাচ্ছে ।স্থানীয় সূত্রেজানা গেছে আরামবাগ পাড়ের ঘাট শ্বাশানে শবদাহ সেরে দ্বারকেশ্বর নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ঐ যুবক ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here