শ্যামল রায়,বর্ধমানঃ
বর্ধমানের শক্তিগড়ের উত্তর বাজার এলাকায় এক মহিলা ও তার মেয়েকে মারধর এবং শ্রীলতা হানির অভিযোগে পুলিশ গ্রেফতার করল এক যুবককে।ধৃত যুবকের নাম শেখ লালু।পুলিশ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে বলে জানা গিয়েছে।রবিবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হলে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত বিচারক।
জানা গিয়েছে যে শনিবার সকাল নাগাদ মহিলা এবং তার মেয়েকে রাস্তায় ফেলে মারধর করে ওই ধৃত যুবক এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ,তাই থানায় অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করে ওই যুবককে।মারধোর করার ফলে ওই মহিলা এবং তার মেয়ে মারাত্মকভাবে জখম হয়ে বড়শুল ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন।মহিলার স্বামী ঘটনার বিষয়ে থানায় অভিযোগ দায়ের করে বলে জানা গিয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584