মুখ্যমন্ত্রীর নির্বাচনী জনসভায় নিজের সমস্যা নিয়ে হাজির যুবক

0
169

নিজস্ব সংবাদদাতা,দক্ষিন দিনাজপুরঃ

Youth came to told their problems  at CM meeting
নিজস্ব চিত্র

দক্ষিন দিনাজপুর জেলার বংশিহারি ব্লকের বুনিয়াদপুরের নারায়ণপুর এলাকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃনমূল প্রার্থী অর্পিতা ঘোষের সমর্থনে নির্বাচনী জনসভায় যোগ দেন।

Youth came to told their problems  at CM meeting
নিজস্ব চিত্র

প্রথমে উত্তর দিনাজপুর জেলার ইটাহার ও শেষে বানিয়াদপুর নারায়ণপুর এলাকায় সভা করেন।উক্ত সভায় উপস্থিত ছিলেন জেলা সভাপতি বিপ্লব মিত্র,সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়,উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী বাচ্চু হাঁসদা ও ম্যাকেন্টোস বার্নের চেয়ারম্যান শঙ্কর চক্রবর্তী।

Youth came to told their problems  at CM meeting
নিজস্ব চিত্র

এদিন মুখ্যমন্ত্রী সভা থেকে তিনি বিরোধীদের দিকে তোপ দাগেন।তিনি জানান বিধানসভায় জেলা থেকে ভালো রেজাল্ট না হবার কারণে মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাদের আবার ফিরে আসতে বলেছেন।লোকসভাতে তৃনমূল অনেক কাজ করেছে তাই এবার ভোট আর কাউকে না।এছাড়া তিনি এও বলেন বাংলায় এনআরসি তিনি কখনোই হতে দেবেন না। তার জন্য ৪২ এ ৪২ আসন নিয়ে দিল্লী যেতে হবে  তৃণমূলকে।

Youth came to told their problems  at CM meeting
নিজস্ব চিত্র

সভা চলাকালীন তার সমস্যার কথা মুখ্যমন্ত্রীকে জানানোর উদ্দেশ্যে গিয়ে পুলিশের জালে আটকে গেল এক যুবক।

আরও পড়ুনঃ অভিনেতা হিসাবে নয়, কালিয়াগঞ্জে তৃণমূলের সৈনিক দেবের আব্দার

বক্তব্যের শুরুতে দর্শকের মধ্যে হঠাৎ শোরগোল পরে যায়।তার মাঝে বক্তব্য থামিয়ে সমস্যার কথা জানতে চাইলেন মুখ্যমন্ত্রী।তিনি প্রথমে বলেন মিটিং নষ্ট করবার জন্যে এই সব বিজেপি করেছে কিন্তু পুলিশদের উদ্দেশ্যে তিনি বলেন তাকে ছেড়ে দেওয়ার জন্য।তিনি ভাষণের মধ্যে বলেন আমি সবার কাছে ছুটে যাই কিন্তু কিছু জানানোর জন্য এইভাবে আমার কাছ ছুটে আসতে হবে না।এইসব বিরোধীরা করেছে সভা নষ্ট করবার জন্য।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here