প্রেমে ধোঁকা, জীবন গেল যুবকের

0
145

জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ

ভালোবাসা কেড়ে নিল আবারও একটি তরতাজা জীবন। ভালোবেসে প্রেমিকার কাছে ধোঁকা খেয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল মুর্শিদাবাদের বড়ঞা থানার পারশালিকা গ্রামের বছর ২৫- এর যুবক, নাম কর্ণ ঘোষ।

Karna Ghosh
কর্ণ ঘোষ। ফাইল চিত্র

এদিন সকালে তার নিজের ঘর থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার করে তার পরিবারের লোকজন। পরে তাকে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে পুলিশ। তারপর সেখান থেকে দেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। পরিবার সূত্রে জানা গিয়েছে, স্থানীয় এক যুবতীর সঙ্গে দীর্ঘ ৪ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল ওই যুবকের। এমনকি তারা রেজিস্ট্রি করে বিয়েও করে বলে দাবি মৃতের পরিবারের।

আরও পড়ুনঃ আসামে লরির কাজে গিয়ে দূর্ঘটনায় মৃত্যু মুর্শিদাবাদের এক ব্যক্তির

অভিযোগ, ৪ বছর ধরে প্রেমের সম্পর্ক থাকলেও এদিন সকালে প্রেমিকা তার বাড়িতে ওই যুবককে ডেকে সম্পর্ক থেকে বেরিয়ে আসার কথা বলে এবং প্রেমিকা সহ প্রেমিকার পরিবারের লোকজন ওই যুবককে মানসিক চাপ দেয়। যার জেরে সম্পর্কে অবমাননা ও মানসিক চাপ সহ্য করতে না পারায় কার্যত মৃত্যুবরণ করে ওই যুবক বলে জানায় পরিবার। ঘটনায় শোকস্তব্ধ যুবকের গ্রাম সহ বন্ধু-স্বজন। ঘটনার তদন্তে অভিযুক্তের উপযুক্ত শাস্তির দাবি উঠেছে মৃতের পরিবার থেকে সোশ্যাল মিডিয়াতেও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here