নবগ্রামে মোটরবাইক না পাওয়ায় আত্মঘাতি হল এক যুবক

0
82

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

মোটরবাইক না পাওয়ায় আত্মঘাতি হল এক যুবক। ঘটনাটি ঘটেছে গতকাল সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ মুর্শিদাবাদের নবগ্রাম এলাকায়। গতকাল সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ বাড়ি চিলেকোঠা থেকে ঝুলন্ত অবস্থায় ওই যুবককের দেখতে পান পরিবারের সদস্যরা।

Ramesh mandal
মৃতদেহ। নিজস্ব চিত্র

পরিবার সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে রমেশ মন্ডল(২২) নামের ওই যুবক মোটরবাইক কেনার কথা বলছিলো পরিবারকে, মোটর সাইকেল কিনে না দেওয়াতেই হয়তো এই পথ বেছে নিয়েছে বলে জানিয়েছে পরিবার। রমেশ মন্ডল পেশায় একজন পোল্ট্রি মুরগি বিক্রেতা।

Adhar card

আরও পড়ুনঃ এবার স্বাধীন রাষ্ট্রের দাবিতে ভিডিও বার্তা কেএলও-র, সশস্ত্র সংগ্রামের হুঁশিয়ারিও

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নবগ্রাম থানায় পুলিশ। এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এই ঘটনায় পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here