নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পেট্রোল, ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গড়বেতায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল যুব কংগ্রেসের কর্মীরা।
শুক্রবার গড়বেতায় পুরাতন বাসস্ট্যান্ডে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান কর্মীরা। অবরোধ কর্মসূচিতে নেতৃত্ব দেন গড়বেতা বিধানসভা যুব কংগ্রেসের সভাপতি অসীম পাল, পশ্চিম মেদিনীপুর জেলা যুব কংগ্রেস সভাপতি মহম্মদ সাইফুল, আজাদ আলী, জেলা ছাত্র পরিষদ সহ সভাপতি অনুপম ভট্টাচার্য সহ অন্যান্য যুব কংগ্রেস কর্মী।
এছাড়াও উপস্থিত ছিলেন ছিলেন গড়বেতা ১ব্লক কংগ্রেস সভাপতি ভৈরব রায়, বর্ষিয়ান কংগ্রেস নেতা বিশ্বনাথ মন্ডল।
আরও পড়ুনঃ হেলমেট, মাস্ক নিয়ে কড়া পদক্ষেপ ইসলামপুর পুলিশের
পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচিতে শামিল হয়ে জেলা যুব কংগ্রেস সভাপতি মোঃ সাইফুল বলেন, ‘আন্তর্জাতিক বাজারে তেলের দাম কম থাকা সত্ত্বেও ভারতে পেট্রোল ও ডিজেলের দাম নরেন্দ্র মোদি সরকার প্রতিদিন বাড়িয়ে চলছে। যার ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে।
সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে জিনিসপত্রের দাম। যার ফলে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। করোনা পরিস্থিতিতে যেভাবে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম বাড়ানো হচ্ছে, তা কোনদিনই মেনে নেওয়া যায় না।
তারই প্রতিবাদে যুব কংগ্রেসের পক্ষ থেকে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।’ পথ অবরোধের ফলে বেশ কিছুক্ষণ ৬০ নম্বর জাতীয় সড়কে যানবাহন বন্ধ হয়ে যায়। গড়বেতা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আনে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584