নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
বিদ্যুতের তারের উপর থেকে গাছের ডাল কাটার দাবিতে কালিয়াগঞ্জের বিদ্যুত দফতরে ডেপুটেশন দিল যুব কংগ্রেস।
এছাড়াও প্রতি মাসে মিটার রিডিং নেওয়া এবং লকডাউনের সময় কৃষকদের চারমাসের বিদ্যুত বিল মকুবের দাবিও তুলেছে যুব কংগ্রেস। শুক্রবার ৪ দফা দাবি নিয়ে বিদ্যুত বন্টন দফতরে ডেপুটেশন দিল ব্লক যুব কংগ্রেস।
আরও পড়ুনঃ কর্মী বিক্ষোভ জঙ্গিপুর হাসপাতালে
এদিন কালিয়াগঞ্জ ব্লক কংগ্রেস অফিস থেকে মিছিল করে কংগ্রেস নেতা কর্মীরা বিদ্যুত বন্টন অফিসে যান। কালিয়াগঞ্জ ব্লক যুব কংগ্রেস সভাপতি গিরিধারী প্রামাণিকের নেতৃত্বে এই ডেপুটেশন কর্মসূচি পালিত হয়।
এদিনের ডেপুটেশনে উপস্থিত ছিলেন মহিলা কংগ্রেসের শহর সভানেত্রী মঞ্জুরী দত্ত, কংগ্রেস নেত্রী ধীতশ্রী রায় প্রমুখ। যুব কংগ্রেসের এক প্রতিনিধিদল কালিয়াগঞ্জ বিদ্যুত বন্টন সংস্থার স্হানীয় কর্তার হাতে ৪ দফা দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আবেদন জানায়।
অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে বিদ্যুতের দাম অনেক বেশি, অবিলম্বে বিদ্যুতের দাম কমানোর ব্যবস্থা করতে হবে বলে তারা দাবি জানায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584