নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
জলদাপাড়ার পর এবার বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল লাগোয়া রায়ডাক চাবাগানে এই চিতাবাঘের হামলার ঘটনা ঘটল।বৃহস্পতিবার চিতাবাঘের হামলায় জখম হয়েছে ৩২ বছরের যুবক কুলবীর খালকো।তার মাথায় ও পিঠে গুরুতর আঘাত রয়েছে।স্থানীয় যোশোডাঙ্গা হাসপাতালে ভর্তি আছেন কুলবির।
স্থানীয় সুত্রে জানা গেছে কুলবির রায়ডাক এলাকার লংকাপাড়া গ্রামের বাসিন্দা।তার দাদা আনন্দ কুমার খালকো রায়ডাক চা বাগানের শ্রমিক।এদিন দুপুরে দাদার সাথে দেখা করতে চাবাগানে গিয়েছিল কুলবীর। যাওয়ার পথেই আচমকা চাবাগান থেকে বেরিয়ে একটি চিতাবাঘ কুলবীরের ওপর ঝাপিয়ে পরে।প্রান বাঁচাতে চা বাগানের নালায় আশ্রয় নেয় কুলবীর।তার পরেও ওপর থেকে কুলবীরের মাথা ও পিঠে আঘাত করে চিতাবাঘটি।স্থানীয়রা তাকে উদ্ধার যশোডাঙ্গা হাসপাতালে ভর্তি করেছে।মাথায় ১৪ টি সেলাই পরেছে কুলবীরের।
আরও পড়ুনঃ চিতার আক্রমনে আহত দুই,বাঘের খোঁজে গ্রামবাসী
এই ঘটনায় বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল লাগোয়া রায়ডাক চাবাগান এলাকায় ব্যাপক আতংক ছড়িয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584