ডুয়ার্স কন্যার লিফটে আটকে যুবক

0
328

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

আলিপুরদুয়ারের জেলা শাসকের দফতর ডুয়ার্স কন্যার লিফটে গোলযোগের কারনে ভিতরে আটক একজন ব্যাক্তি।প্রায় ৪০ মিনিট পর উদ্ধার।চাঞ্চল্য প্রশাসনিক মহলে। ভুমিকম্পে নয়,আতঙ্কে আর কখনই লিফটে উঠবে না বলে দাবী  পেশায় মহরি যুবক অপূর্ব রায়ের।

আটক থাকা যুবক।নিজস্ব চিত্র

তার বাড়ি চন্ডীরঝাড়।জানা যায়, দুপুর তিনটা নাগাদ যুবক নিজস্ব কাজে প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যার দ্বীতলে যায় ইলেকশন দফতরে।

নিজস্ব চিত্র

সেখান থেকে কাজ শেষ করে সে লিফটে উঠে গ্রাউন্ড ফ্লোরের বটম টিপলেও দরজা বন্ধ হয়ে আটকে যায় লিফট।এরপর বন্ধ  দরজায় আওয়াজ করে সে বোঝাতে চায় আটকে পড়েছে সে।

আটকে যাওয়া লিফট।নিজস্ব চিত্র

টের পায় অফিস স্টাফরা।ফোন করে সে ইলেকশন দফতরের বড় ক্লার্ককেও জানায়। এরপর প্রায় ৪০ মিনিট আটকে থাকার পর ইঞ্জিনিয়ার এসে তাকে মুক্ত করে।

আরও পড়ুনঃ কিষান মোর্চার ডেপুটেশন ঝাড়গ্রাম জেলা শাসককে

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here