নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হল বৃহস্পতিবার। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর অনুপ্রেরণায় এবং অভিষেক ব্যানার্জীর নির্দেশক্রমে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার ১৬ নং হেমচন্দ্র অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল।
লকডাউনের ফলে বিভিন্ন ব্লাড ব্যাংক গুলিতে রক্তের সংকট দেখা দিয়েছে, সেগুলি পূরণ করার লক্ষ্যে এই রক্তদান শিবিরের আয়োজন। উক্ত কর্মসূচিতে প্রায় ৪০ জন রক্তদাতা রক্ত দান করেন।
আরও পড়ুনঃ ভারতীয় সেনাদের মৃত্যুর প্রতিবাদে চীনা জিনিস বয়কট, কুশপুত্তলিকা দাহ মুর্শিদাবাদবাসীর
শহীদ জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে এবং পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই কর্মসূচির সূচনা করেন যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির অন্যতম সদস্য নির্মাল্য চক্রবর্তী। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা থেকে শুরু করে ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের কর্মী ও নেতৃত্বরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584