কুলতলিতে যুব তৃণমূল কর্মী খুন

0
203

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

Youth TMC member murder at kultoli
নিহত সুরত মন্ডল।নিজস্ব চিত্র

ভর সন্ধ্যায় দুষ্কৃতিকারীদের গুলিতে খুন হলেন এক তৃনমূল কর্মী।নিহতের নাম সুরত মন্ডল (৪৫)।নিহত ব্যক্তি যুব তৃণমূল কংগ্রেস কর্মী বলে জানা গেছে।স্থানীয় ও পুলিশ সূত্রের খবর,রবিবার সন্ধ্যায় কুলতলি থানার জালাবেড়িয়া এলাকায় একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিল সুরত।চা খেতে খেতে হঠাৎই বাইরে বেরিয়ে আসেন।সেই সময় দুটি মটর বাইকে করে ছয় দুষ্কৃতী এসে ঘিরে ধরে তাকে লক্ষ্য করে গুলি চালায়।প্রত্যক্ষদর্শীরা জানান পর পর তিনটি গুলি চালায় দুষ্কৃতকারীরা।

আরও পড়ুন: যুবক খুনের অভিযোগে ধৃত নিহতের বন্ধু

দুটি গুলি শরীরে ঢুকে যায়।রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন চায়ের দোকানের সামনে।আশঙ্কাজনক অবস্থায় কুলতলির জামতলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার পর ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকায়।দুষ্কৃতিকারীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে এলাকায়।

নিহত ব্যক্তির বুকে ও কানে দুটি গুলি লাগেছে। এ বিষয়ে কুলতলি ব্লকের তৃনমূলের যুব সভাপতি গনেশ মণ্ডল বলেন,স্থানীয়ভাবে যুব সংগঠন পরিচালনা করতো সুরত।পুলিশ বিষয়টি তদন্ত করে দেখেছে।কি কারনে খুন তা এখনও আমাদের কাছে পরিস্কার নয়।অন্যদিকে পুলিশ জানিয়েছেন নিহত ব্যাক্তির বিরুদ্ধে কুলতলি ও জয়নগর থানায় একাধিক মামলা রয়েছে।দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here