যুবকদের প্রশিক্ষিত করতে উদ্যোগী ঝাড়গ্রাম পুলিশ

0
72

কার্ত্তিক গুহ,ঝাড়গ্রামঃ

youth trained by jhargram police | newsfront.co
নিজস্ব চিত্র

জঙ্গলমহলের শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য উদ্যোগী জেলা পুলিশ।তাদের মােটর ড্রাইভিং প্রশিক্ষণের পাশাপাশি কর্মসংস্থানের সুযােগ করে দেওয়া হবে বলে জানিয়েছেন ঝাড়গ্রামের পুলিশ সুপার অরিজিৎ সিনহা। এই খবরে খুশি শিক্ষিত বেকাররা।জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথম পর্যায়ে মােটর ড্রাইভিং প্রশিক্ষণের জন্য ইচ্ছুক ও আগ্রহী ২৩ জন যুবককে নির্বাচন করা হয়েছে। ১৫ দিন ধরে ওই যুবকদের হাতে-কলমে
প্রশিক্ষণ দেবেন জেলা পুলিশের দুই কর্মী, এএসআই প্রদীপকুমার আচার্য ও এনভিএফ যতীন্দ্রনাথ মাহাতাে। পুলিশ সুপার অরিজিৎ সিনহা বলেন,‘প্রশিক্ষণ শেষে ওই যুবকদের পুলিশের তরফে সার্টিফিকেট দেওয়া হবে।সরকারি লাইসেন্সও করে দেওয়া হবে তাঁদের।’ তিনি বলেন,শুধু প্রশিক্ষণ জন্য ইতিমধ্যে আমরা ওলা-উবেরের দেওয়া নয়,তাঁদের কর্মসংস্থানের
মত অ্যাপ নির্ভর সংস্থার সঙ্গে কথা বলেছি।তারা এ বিষয়ে আমাদের উৎসাহ দেখিয়েছেন।প্রশিক্ষণ শেষে ওই জায়গায় কর্মসংস্থানের পাশাপাশি আমাদের দপ্তরে যখন শূন্যপদ তৈরি
হবে সেখানেও তাদের অগ্রাধিকার দেওয়া হবে।’আপাতত ঝাড়গ্রামে হলেও পরে জেলার বিভিন্ন থানা এলাকায় এ ধরনের কর্মসূচি নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।গ্যাঁটের
কড়ি খরচ না-করে প্রশিক্ষণের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়ায় খুশি উচ্চমাধ্যমিক পাশ সিজুয়ার বাসিন্দা বছর পঁচিশের কমল হেমব্রম, মুড়ার গ্রামের বাসিন্দা
বছর একুশের মানস আহির।নেপুরা
গ্রামের বাসিন্দা পুলক প্রতিহার বলেন, পড়াশোনা করে বাড়িতে এখন বেকার হয়ে বসে আছি। মােটর ড্রাইভিং প্রশিক্ষণ পেলে আগামী দিনে রোজগারের পথ খুলে যায়।নিজে ছোট গাড়ি চালানোর পাশাপাশি প্রাইভেট বা সরকারি চালকের কাজের সুযোগ মিলবে। বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া আমরা পুলিশের কাছে কৃতজ্ঞ।’

আরও পড়ুন: মুর্শিদাবাদ জেলা বইমেলার উদ্বোধন

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here