নিজস্ব সংবাদবাতা, উত্তর দিনাজপুরঃ
লক ডাউনে আর্থিক সমস্যার দিনে হাজিরার কাজে নিযুক্তরা। আর এতে অনেকেই দৈনিক আহার্য্য সামগ্রী ক্রয়ে প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন। আর এই অবস্থায় স্থানীয় দুঃস্থ বাসিন্দাদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরনে এগিয়ে এলো এলাকারই একদল যুবক।
এদিন রায়গঞ্জের হাইরোড বড় কালিতলা এলাকার একটি ক্লাবের যুবক সদস্যরা নিজেরাই চাঁদা দিয়ে প্রায় শতাধিক দুঃস্থ বাসিন্দাদের হাতে বিনামূল্যে খাদ্য সামগ্রী তুলে দেন।
আরও পড়ুনঃ বন্ধ বাজার, বাড়ির সামনে ও হোম ডেলিভারির মাধ্যমে মিলছে সামগ্রী
জানা যায়, এদিন চাল, মুসুর ডাল, সয়াবিন, আলু, সাবান ও মাক্স ইত্যাদি নিত্য প্রয়োজনীয় সামগ্রী দুঃস্থদের তুলে দেন তারা। সেই সাথে এলাকার যুবকদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সর্বস্তরের মানুষ। পাশাপাশি বিপদের দিনে এলাকার যুবকদের এই সহযোগিতা পেয়ে যথেষ্ট খুশি বাসিন্দারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584