নিজস্ব প্রতিনিধি,নিউজ ফ্রন্ট,হরিশচন্দ্র পুর,২১ আগস্ট:
বন্যা দুর্গত গৃহহীন মানুষের পাশে ত্রাণ সামগ্রী নিয়ে উপস্থিত হল ছাত্র-যুব সংগঠন ইয়ুথস ইসলামিক আসোসিয়েশন।
এদিন সংগঠনের মালদা জেলা কমিটি মোহনপুর ঈদগাহ,মোহনপুর প্রাইমারি স্কুল,মালাহার স্টেশন ও ভালুকারোড স্টেশনের মাঝে রেললাইনের ধারে আশ্রয় নেওয়া গৃহহীন মানুষদের ত্রাণ বিতরণ করে।মূলত হরিশচন্দ্রপুর ২ ব্লকের মশালদহ অঞ্চলের মোহনপুর,টিকরামপুর,উদয়পুর,সোনাপুর প্রভৃতি গ্রামের বাসিন্দারা উক্ত স্থান গুলিতে আশ্রয় নিয়ে আছেন।
ত্রাণ সামগ্রী হিসেবে দেওয়া হয় চিড়ে, গুড়,চাল,পানীয় জলের বোতল ও প্রয়োজনীয় ঔষধপত্র।সংগঠনের জেলা সভাপতি রিজওয়ান হোসেন বলেন-বন্যা দুর্গত মানুষদের ,পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।এই অঞ্চলের মানুষরা কোন ত্রাণ পাননি।তাই সেখানে ত্রাণ নিয়ে যাওয়া খুবই জরুরি বলে আমাদের মনে হয়েছে।আমরা দেখলাম মোহনপুর ঈদগাহে মানুষ ও গবাদিপশু একসাথে বাস করছে ।ভালুকারোড স্টেশন ও মালাহার স্টেশনের মাঝে রেল লাইনের ধারে দুর্গত মানুষ চরম দুর্দশার মধ্যে আছেন।এদিন ত্রাণ বিতরণ কার্যে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কোষাধ্যক্ষ নুর ইসলাম,মিডিয়া সম্পাদক উমার ফারুক,জেলা সম্পাদক আবদুল ওয়ালি খান,রাজনগর হাই স্কুলের শিক্ষক সামিউজ্জামান এবং যদুপুরের ছাত্র-যুবকরা।এলাকার বাসিন্দা সাদ্দাম হোসেন,এজাবুল হক,নেস মহম্মদ,তেনু সর্দার, সেকান্দার আলি রা ক্ষোভের সঙ্গে জানান -আমাদের কাছে কোন সরকারি ত্রাণ আসেনি।এই অঞ্চলের প্রধান আজ পর্যন্ত আমাদের সাথে দেখা করতে আসেননি।এলাকার বিধায়ক,সাংসদ এর পক্ষ থেকেও কোন ত্রাণ আসেনি।
মশালদহ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য কাজল সাহেব জানান দুর্গত মানুষদের তালিকা আজ তৈরি করা হয়েছে।তাদের জন্য খিচুরি রান্না করার ব্যবস্থা করা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584