মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
পঙ্গপাল হামলাকে কেন্দ্র করে বিতর্কে জড়ালেন সিক্রেট সুপার স্টার খ্যাত অভিনেত্রী জাইরা ওয়াসিম। ফিল্ম ইন্ডাস্ট্রি ছাড়লেও বিতর্ক এড়াতে পারছেন না জাইরা। এবার সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের মুখে পড়ে নিজের টুইটার এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করে দিলেন অভিনেত্রী। বৃহস্পতিবার পঙ্গপাল হানা নিয়ে একটি টুইট করে বিতর্কে জড়ান এই প্রাক্তন অভিনেত্রী। এরপর সেই বিতর্কিত টুইটি ডিলিটও করে দেন তিনি। কিন্তু তাতেও ট্রোলিং থামেনি।
করোনা, আমপান, বন্যার পর এবার ফসল নষ্ট করতে চলো ভারতে প্রবেশ করেছে পঙ্গপালের দল। সেই পঙ্গপাল হামলাকে মানুষের কৃতকর্মের ফল হিসাবে ব্যাখা করেন জাইরা। এই সম্পর্কে কুরান শরিফের একটি ‘আয়ত’ উল্লেখ করে তিনি লেখেন, মানুষের খারাপ কাজের জন্যই বন্যা,পঙ্গপাল হানা বা অন্য প্রাকৃতিক দুর্যোগ ঘটেছে। জাইরার এহেন মন্তব্যকে ভালো চোখে দেখেনি নেটিজেনদের একাংশ।
আরও পড়ুনঃ ফোর্বসের সর্বোচ্চ উপার্জনকারী ক্রীড়াবিদদের তালিকায় একমাত্র ক্রিকেটার বিরাট কোহলি
যদিও অনেকেই বলেছেন, ‘জাইরার টুইটে কোনও ভুল কথা লেখা ছিল না। এই দুনিয়াতে যা কিছু ঘটে সেটা ভগবানের ইচ্ছানুসারেই ঘটে’। জাইরা ওয়াসিমের টুইটকে অনেকেই হিন্দু-বিরোধী টুইট ঘোষণা করে ট্রোল করেন। এরপর তড়িঘড়ি সেই টুইট মুছে ফেলেন জাইরা, পরে নিজের টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিও ডিলিট করে দেন।
প্রসঙ্গত বিপন্ন ধর্ম-বিশ্বাস, এই কারণ দেখিয়েই মাত্র ১৮ বছর বয়সে অভিনয় থেকে অবসর নিয়েছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জাইরা ওয়াসিম। ২০১৯ সালের ৩০ জুন অভিনয় জীবনে ইতি টেনে দেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেন অভিনেত্রী। তাঁর শেষ ছবি ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ মুক্তির আগেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন জাইরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584