নবনীতা দত্তগুপ্ত , বিনোদন ডেস্কঃ
নাচে-গানে-মজায় মন মজাল জি বাংলার ‘সোনার সংসার অ্যাওয়ার্ড ২০২১’। দোল পূর্ণিমার সন্ধ্যা জমে জমজমাট হয়ে গেল জি বাংলার দৌলতে।
সোনার পরিবার, সোনা মেয়ে, সোনা পুত্রবধূ, সোনা ছেলে, সোনা বর, সেরা বাবার পুরস্কার উঠল কাদের হাতে? দর্শকের তা জানা হয়ে গিয়েছে ইতিমধ্যেই।
এক ঝলকে ফের একবার দেখে নিন সেরার তালিকা:
সেরা ধারাবাহিক- ‘করুণাময়ী রানী রাসমণি’।
সেরা সংসারের সম্মান পেল ‘কৃষ্ণকলি’।
সেরা নায়ক- কর্ণ, নিখিল
সেরা নায়িকা- রানিমা এবং যমুনা
সেরা বৌমা- রাধিকা
প্রিয় শ্বশুর- কেদার রায় (যমুনা ঢাকি)।
প্রিয় শাশুড়ি- অনুরাধা রায় (যমুনা ঢাকি)।
প্রিয় বাবা- গঙ্গা ঢাকি (যমুনা ঢাকি)।
প্রিয় মা- লক্ষ্মী (ফিরকি)।
প্রিয় বর- সঙ্গীত (যমুনা ঢাকি)।
প্রিয় বৌ- রাধিকা (কী করে বলব তোমায়), আলো (আলোছায়া)।
প্রিয় বৌমা- যমুনা (যমুনা ঢাকি), শ্যামা (কৃষ্ণকলি)।
প্রিয় নায়ক- কর্ণ (কী করে বলব তোমায়), নিখিল (কৃষ্ণকলি)।
সেরা সহ অভিনেতা- গদাধর (রানী রাসমণি)।
সেরা সহ অভিনেত্রী- বিন্দুবাসিনী (যমুনা ঢাকি)।
প্রিয় ননদ- গীত (যমুনা ঢাকি)।
প্রিয় দেওর- ভূপাল (রাণী রাসমণি)।
প্রিয় খলনায়ক- অশোক (কৃষ্ণকলি)।
প্রিয় খলনায়িকা- পায়েল সেন (কী করে বলব তোমায়), রাধারানি (কৃষ্ণকলি)।
সেরা জামাই- মথুর (রাণী রাসমণি)।
সেরা ছেলে- নিখিল (কৃষ্ণকলি)।
সেরা মেয়ে- কৃষ্ণা (কৃষ্ণকলি)।
সেরা জুটি: কর্ণ-রাধিকা (কী করে বলব তোমায়), নিখিল-শ্যামা (কৃষ্ণকলি)।
সেরা নতুন সদস্য: মিঠাই-সিড, ঝিলম-তূর্ণ, সংকল্প-প্রিয়ম, অপু-দীপু, পরি-অপূর্ব, ছোট্ট সারদা।
জি ৫-এ সর্বাধিক জনপ্রিয় ধারাবাহিক ‘করুণাময়ী রানী রাসমণি’।
জি বাংলা ২০২১ ফেসবুক জনপ্রিয় মুখের তকমা পেলেন স্বস্তিকা দত্ত (রাধিকা,কী করে বলব তোমায়)।





আরও পড়ুনঃ হাজির ‘গোলন্দাজ’-এর পোস্টার


আরও পড়ুনঃ দেবের প্রযোজনায় মিঠুন চক্রবর্তী
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584