সোনার সংসারের সেরাদের তালিকা

0
1486

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

zee bangla sonar sansar award | newsfront.co
চিত্রঃ ফেসবুক

গুটি গুটি পায়ে কুড়ি বছর পার করল জি বাংলা। সম্পন্ন হলো ‘জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড ২০২০’। বেছে নেওয়া হল সেরাদের।

sonar sansar award 2020 | newsfront.co
চিত্রঃ ফেসবুক

সঞ্চালনায় ছিলেন মীর এবং কাঞ্চন মল্লিক। পুরস্কার বিতরণের পাশাপাশি প্রতিবারের মতো এবারও ছিল নাচ-গানের ঘনঘটা৷ টানা ১৪ টি ঘণ্টা শুটিং। সারাটা দিন কাটিয়ে দেওয়া কখনও ফ্লোরে, কখনও বা মেক আপ রুমে। ওঁদের উদ্দেশ্য একটাই- দর্শকের মনোরঞ্জন করা।

award | newsfront.co
চিত্রঃ ফেসবুক

অবশ্যই তার সঙ্গে মিশে থাকে অভিনয়ের প্রতি নেশা আর পেশাদারিত্ব। সব ছাপিয়ে ওঁদের আবেগের জায়গা অভিনয়। তাই ওঁদেরকে সম্মান জানাতেই আয়োজিত হয় ‘জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড’।

আরও পড়ুনঃ কাদম্বিনীর স্বামী দ্বারকানাথের চরিত্রে মনোজ ওঝা

এক ঝলকে দেখে নিন সেরাদের নাম-

চলতি বছরে সেরা ধারাবাহিক হিসেবে বিবেচিত হল দুটি নাম– রানী রাসমণি এবং বকুলকথা।
সেরা সংসারের খেতাব জিতল -কৃষ্ণকলি ধারাবাহিকের চৌধুরী পরিবার।
সেরা নায়ক– অভিষেক বসু (নেতাজি)। প্রিয় জামাই গৌরব চ্যাটার্জি (মথুরা মোহন, ধারাবাহিক রানী রাসমণি)।
সেরা কনিষ্ঠ নায়ক -অধিরাজ গাঙ্গুলি (শঙ্কর, ধারাবাহিক সৌদামিনীর সংসার)। জনপ্রিয় ধারাবাহিক -রানী রাসমণি।

sonar sansar award | newsfront.co
চিত্রঃ ফেসবুক

সেরা নায়িকা- দিতিপ্রিয়া রায় (রানী, ধারাবাহিক রানী রাসমনি), মানালি দে (শবনম, ধারাবাহিক নকশিকাঁথা)।
সেরা জুটি শ্যামা-নিখিল (ধারাবাহিক -কৃষ্ণকলি)।
সেরা ছেলে– নীল ভট্টাচার্য (নিখিল)।

zee bangla award | newsfront.co
চিত্রঃ ফেসবুক

সেরা মেয়ে– দেবাদৃতা বসু (আলো, ধারাবাহিক আলোছায়া), সুস্মিলি আচার্য (সৌদামিনী, ধারাবাহিক সৌদামিনীর সংসার)।
সেরা খলনায়িকা – দেবযানী চ্যাটার্জি (ধারাবাহিক ত্রিনয়নী)।

actor | newsfront.co
চিত্রঃ ফেসবুক

প্রিয় বউমা– ঊষসী রায় (বকুল, বকুল কথা)।
প্রিয় দেওর বা ভাসুর– শুভ্রজিৎ দত্ত (রোহন, বকুল কথা), সৌরভ দাস এবং ( ধনা এবং গনশা, দুটিই চরিত্রের নাম। ধারাবাহিক- সৌদামিনীর সংসার)।

actors | newsfront.co
চিত্রঃ ফেসবুক

সেরা সহ অভিনেতা– মনোজ ওঝা (রামকুমার, রানী রাসমণি), ধ্রুব সরকার (শরৎ, নেতাজি)।সেরা সহ অভিনেত্রী– ঐন্দ্রিলা বসু (ছায়া, আলো ছায়া), শ্রীপর্ণা রায় (বিভাবতী, ধারাবাহিক নেতাজি)।
নতুন সদস্য– রুবেল দাস, (সিদ্ধার্থ এবং রায়া, ধারাবাহিক- বাঘ বন্দি খেলা)। ক্রুশল আহুজা, স্বস্তিকা দত্ত (কর্ণ এবং রাধিকা, ধারাবাহিক- কী করে বলব তোমায়)।

zee bangla award | newsfront.co
চিত্রঃ ফেসবুক

সেরা বউ– শ্রুতি দাস (নয়ন, ধারাবাহিক- ত্রিনয়নী)।
সেরা বর– নীল ভট্টাচার্য (নিখিল, ধারাবাহিক কৃষ্ণকলি)৷
সেরা খলনায়ক– রাজীব বসু (আদিত্য, ধারাবাহিক কৃষ্ণকলি)।
জুড়ি স্পেশাল চয়েজ অ্যাওয়ার্ড- পেলেন সুমন দে।
সেরা জা– ঋ সেন (রঙ্গনা, ত্রিনয়নী)।
সেরা ননদ– ভাবনা ব্যানার্জি (লক্ষ্মী, সৌদামিনীর সংসার)।
সেরা সদস্যের তালিকায় রয়েছেন – সৌরভ গাঙ্গুলি, কাঞ্চন মল্লিক, মীর, অপরাজিতা আঢ্য, ঐন্দ্রিলা সেন, অঙ্কুশ হাজরা, রচনা ব্যানার্জি, ভাস্বর চট্টোপাধ্যায়, সৌরভ সাহা (গদাই, রানী রাসমণি)।

zee bangla award show | newsfront.co
চিত্রঃ ফেসবুক

এ ছাড়াও আরও নানা ক্যাটাগরিতে প্রতিটি ধারাবাহিক থেকে কেউ না কেউ নিজেদের অভিনয় সৌকর্য দেখিয়ে জিতেছেন পুরস্কার। এবার অপেক্ষা আগামী বছরের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here