নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
২০ কে কুর্নিশ জানিয়ে জি বাংলা এক নতুন ক্যাম্পেন শুরু করে গত বছর। এই এক বছর ধরে নানারঙের অনুষ্ঠানের পসরা সাজিয়ে তা চ্যানেল তুলে দিয়েছে দর্শকের কাছে। উদযাপন করেছে কুড়ি বছরের পথ চলা। দর্শকের মনোরঞ্জনই তার একমাত্র উদ্দেশ্য।
অন-এয়ার ক্যাম্পেন-এর পাশাপাশি জি বাংলা অফ-এয়ার ক্যাম্পেনও নিয়ে এসেছে অনেক চমক। যেমন দুৰ্গাপুজোর সময় ‘মহাপুজো ক্যাম্পেন’।
আরও পড়ুনঃ দূরত্ব বজায় না রাখলে সোজা বেলেঘাটা আইডিতে পাঠানোর হুঁশিয়ারি মিমির
আমরা সবাই এখন একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে চলেছি। করোনা ভাইরাস থাবা বসিয়েছে পৃথিবীর বুকে! সবাই আমরা ঘরবন্দি। ছন্দ কেটেছে স্বাভাবিক জীবনের। কিন্ত জি বাংলা মানে তো “নতুন ছন্দে লিখব জীবন!” তাই এই সময়ে ছন্দকাটা জীবনকে নতুন ছন্দে বাঁধতে বদ্ধপরিকর জি বাংলা। এই সময়ে দাঁড়িয়ে তাই জি বাংলা ‘২০-কে কুর্নিশ’ ক্যাম্পেন-এ সংযোজন করেছে এক নতুন মাত্রা। এটাই তো আদর্শ সময় নস্ট্যালজিক হবার!
স্মৃতিমেদুরতাকে নতুন করে উস্কে দিতে জি বাংলা ফিরিয়ে আনছে সেইসব ধারাবাহিক যা একসময় বাঙালির ঘরে ঘরে বাসা বেঁধেছিল। এই ব্যাপারে সম্রাট ঘোষ (ক্লাস্টার হেড (পূর্ব) জি এন্টারটেইনমেন্ট) জানান- “জি বাংলার সবকিছুর কেন্দ্রে আছেন আমাদের দর্শক।
কুড়ি বছর ধরে বাঙালির ঘরে ঘরে নানা ধরনের বিনোদনের ডালি সাজিয়ে রেখেছি আমরা। এই সময়ে দাঁড়িয়ে আমরা আমাদের কিছু মাইলস্টোন ফিকশন এবং নন-ফিকশন শো গুলো আবার ফিরিয়ে আনছি। আমার বিশ্বাস এই ‘কাল্ট শো’ গুলো বাঙালিকে নস্ট্যালজিক করে তুলবে। ফিরিয়ে নিয়ে যাবে পুরনো দিনগুলোয়। এবং এই খারাপের সময়ে একটু কোয়ালিটি ফ্যামিলি টাইম কাটাবার সুযোগ করে দেবে।”
বেশিদিন আর অপেক্ষা করতে হবে না। আগামিকাল থেকেই সেই সুযোগ বাঙালির ঘরে ঘরে এনেবদিচ্ছে জি বাংলা। ফের দেখানো হবে- এক আকাশের নীচে, অগ্নিপরীক্ষা, আমার দুৰ্গা, দীপ জ্বেলে যাই, গোয়েন্দা গিন্নি, ভুতু, সা রে যা মা পা, মীরাক্কেল। চোখ রাখতে ভুলবেন না জি বাংলায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584