নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
জি ফাইভের ক্রাইম থ্রিলার ‘অভয়’ প্রথম স্ট্রিমিং হয় ২০১৯-এর ফেব্রুয়ারিতে। এরপরই ১৪ অগাস্ট দর্শক দরবারে এসেছে ‘অভয় টু’। ভিডিয়ো স্ট্রিমিং প্ল্যাটফর্ম জি-ফাইভেই মুক্তি পেয়েছে এই ওয়েব সিরিজ। অভয় প্রতাপ সিং-এর হাত ধরেই ওয়েবে পা রাখলেন অভিনেতা কুণাল খেমু।
তিনি ছাড়াও রয়েছেন বিদিতা বাগ, চাঙ্কি পাণ্ডে, রাম কাপুর-সহ আরও অনেকে। পরিচালনায় কেন ঘোষ। কুণাল খেমু অভিনীত এই ওয়েব সিরিজের দ্বিতীয় এপিসোডের একটি দৃশ্য থেকেই চোখ কপালে উঠেছে বাঙালির।
— ZEE5Premium (@ZEE5Premium) August 17, 2020
যেখানে দেখা যায় পুলিশ স্টেশনে মোস্ট ওয়ান্টেডের বোর্ডে ঝোলানো রয়েছে দেশের কনিষ্ঠতম স্বাধীনতা সংগ্রামী শহিদ ক্ষুদীরাম বসুর ছবি। গত দুদিনে এই দৃশ্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় উঠেছে। বাঙালি তথা গোটা দেশের প্রণম্য, বিপ্লবী বীরের এই অপমান মেনে নেননি নেটিজেনরা।

টুইটারে ক্ষোভ উগরে দেয় সকলেই, এখানেই প্রতিবাদ থামেনি। এদিন কলেজ স্ট্রিটে প্রতিবাদে পথে নামে বাম ছাত্র সংগঠন এসএফআই। কলেজস্ট্রিট মোড়ে জি সংস্থার কর্ণধার সুভাষচন্দ্র গোয়েঙ্কার কুশপুত্তলিকাও পোড়ানো হয়। এমনকি পুলিশে অভিযোগ জানানোর কথাও বলা হয় একাধিক সংগঠনের তরফে। অবশেষে চাপের মুখে পড়ে ভুল স্বীকার করতে বাধ্য হল জি ফাইভ কর্তৃপক্ষ।
আরও পড়ুনঃ ওয়েব সিরিজের অপরাধী তালিকায় ক্ষুদিরাম বসু, জি-৫ হেড অফিসের সামনে প্রতিবাদ
সোমবার রাতে আনুষ্ঠানিক প্রেস বিবৃতি দিয়ে ক্ষমা চেয়ে নিল এই ওটিটি প্ল্যাটফর্ম। তাঁদের তরফে জানানো হয়, ‘আমরা অভয় ২-এর ওই দৃশ্যের ছবিটি বদলে দিয়েছি। এই ঘটনা সম্পূর্ন অনঅভিপ্রেত এবং আমরা ক্ষমাপ্রার্থী। ভিডিয়ো স্ট্রিমিং প্ল্যাটফর্ম হিসাবে আমরা এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। আমরা ভারতীয় ব্র্যান্ড হিসাবে গর্বিত। এবং শুরু থেকেই আমরা একাধিক শো এবং কনটেন্ট হাজির করেছি যা আমাদের জাতীয়তাবাদ এবং দেশপ্রেমকে তুলে ধরে। আমরা অনুরোধ করছি এর মধ্যে কোনওরকম রাজনীতির রঙ লাগাবেন না এবং আমাদের এই নিঃশর্ত ক্ষমা গ্রহণ করুন। আমরা আশা রাখছি দর্শকরা ভবিষ্যতেও তাঁদের বিশ্বাস এবং ভরসা আমাদের উপর বজায় রাখবেন বৃহত্তর প্রেক্ষাপটে।‘
আরও পড়ুনঃ ওয়েব সিরিজে মোস্ট ওয়ান্টেড ক্ষুদিরাম! প্রতিবাদ কোচবিহারে
কিন্তু বাঙালিরা তো এত সহজে ছাড়ার পাত্র নয়। জি ফাইভ ক্ষমা চাইলেও অনেকেই হতবাক এইভেবে যে, এইরকম একটা ভুল কীভাবে নজর এড়িয়ে গেল গোটা টিমের। কারণ এই ছবির পরিচালক কেন ঘোষ, প্রবাসী বাঙালি। এই ওয়েব সিরিজে অভিনয়ও করেছেন বেশ কয়েকজন বাঙালি। তাই প্রশ্ন উঠছে, সেট ডিজাইনিং বা পোস্ট প্রোডাকশনের সময় কারও চোখে মারাত্মক এই ভুল ধরা পড়ল না কেন? নাকি সব দেখে সব বুঝেও বিষয়টা এড়িয়ে যাওয়া হয়েছে?
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584