জল ব্যবসায়ীর কাছে পরাস্ত মুকেশ আম্বানি! এশিয়ার শীর্ষ ধনী ঝাং

0
162

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

বছর শেষে নতুন শীর্ষ ধনী পেল এশিয়া। টিকা প্রস্তুতকারী ফার্ম ও বোতলবন্দি জল ব্যবসায়ী ঝং শানশান এখন এশিয়ার শীর্ষ ধনী। ই-কমার্স জায়ান্ট আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা-কে অনেকদিন আগেই পিছনে ফেলে দিয়েছিলেন তিনি। এবার ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানিকে সরিয়ে এগিয়ে গেলেন ঝং। শুধু এই বছরেই ঝংয়ের সম্পদ বেড়েছে ৭০০ কোটি মার্কিন ডলার।

zhong shanshan | newsfront.co
ঝং শানশান

ঝং শানশানের মোট সম্পদের পরিমাণ এখন ৭ হাজার ৭৮০ কোটি মার্কিন ডলার। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স অনুযায়ী, ঝং এখন বিশ্বের ১১তম শীর্ষ ধনী। ঝংয়ের কর্মজীবন খুবই বৈচিত্র্যপূর্ণ। প্রথমে সাংবাদিকতা, তারপর মাশরুমের চাষ এবং স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে কাজ করেছেন তিনি। মাত্র চলতি বছর এপ্রিলে ঝংয়ের বেইজিং ওয়ান্টাই বায়োলজিকাল ফার্মাসি এন্টারপ্রাইজ চীনা শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়েছে। কেবল আগস্টে ফার্মে তাঁর নিয়ন্ত্রণকারী অংশটির সম্পদ দুই হাজার কোটি ডলার বেড়েছে।

আরও পড়ুনঃ করোনা আত্মপ্রকাশের বর্ষপূর্তিতে টিকার ন্যায্য বণ্টনের আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার

গত এপ্রিল মাসে ভ্যাকসিন কোম্পানি শেয়ারবাজারে আনার তিন মাস পর ঝং তাঁর বোতলবন্দি জলের প্রতিষ্ঠান নোংফু স্প্রিংকে হংকংয়ের শেয়ারবাজারে আনেন। ১৯৯৬ সালে ঝেজিয়াং প্রদেশে এই জলের কোম্পানি প্রতিষ্ঠা করেন তিনি। বাজারে আসার পর থেকে এখন পর্যন্ত ১৫৫ শতাংশ বেড়েছে নোংফুর শেয়ার। বেইজিং ওয়ানটাই বায়োলজিক্যালের শেয়ার বেড়েছে দুই হাজার শতাংশের বেশি। করোনার ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলির মধ্যে এটি অন্যতম প্রতিষ্ঠান।

৬৬ বছর বয়সী ঝং শানশান সেপ্টেম্বরে জ্যাক মাকে সরিয়ে চীনের শীর্ষ ধনীর অবস্থান নেন। এবার মুকেশ আম্বানিকে সরিয়ে এশিয়ার শীর্ষ ধনী হলেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here