শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর মহকুমায় অবস্থিত প্রাইমারি ও হাইস্কুলগুলি দক্ষতার সাথে সরকারি মিড-ডে মিল প্রকল্প পরিচালনা করায় স্কুলগুলিকে পুরস্কৃত করল জেলা প্রশাসন। এ দিন গঙ্গারামপুর মহকুমার বুনিয়াদপুর শহরের বিবেকানন্দ ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে মিড-ডে মিল দক্ষতার সাথে পরিচালনা করায় জেলা প্রশাসন পুরস্কৃত করল স্কুলগুলিকে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক দেবাঞ্জন রায় ও মহকুমার স্কুলের প্রধান শিক্ষকেরা। গত ১ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত জেলা শাসকের নির্দেশে জেলা জুড়ে স্কুলের মিড-ডে মিল প্রকল্পের হাল-হকিকত দেখে তা লিপিবদ্ধ করা হয়। গঙ্গারামপুর মহকুমার ৬৮ টি স্কুলকে প্রথম সারিতে রাখা হয়েছে। মহকুমার মধ্যে তারা সম বরাদ্দে ছাত্রছাত্রীদের জন্য পুষ্টিকর খাবার ও নানা ধরণের মেনু করেন, যা অত্যন্ত প্রশংসা অর্জন করেছে।
আরও পড়ুনঃ উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ শিবির আয়োজন বড়ঞায়
জেলা প্রশাসন গঙ্গারামপুর মহকুমায় অবস্থিত ৩১ টি প্রাথমিক ও হাই স্কুলকে নির্বাচন করেন যারা আগামী দিনে মিড-ডে মিল ভালো ভাবে পরিচালনা করতে পারবেন। এই আলোচনা অনুষ্ঠানে সেই সব স্কুলও উপস্থিত ছিল।
গঙ্গারামপুর মহকুমা শাসক দেবাঞ্জন রায় বলেন, আমরা পনেরো দিনের জন্য জেলা প্রশাসনের নির্দেশে সরকারি মিড-ডে মিল প্রকল্প, যেসব স্কুল দক্ষতার সাথে পরিচালনা করেছে, তাদের জেলাশাসকের দেওয়া শংসাপত্র প্রদান করেছি। বাকি স্কুলগুলিকে ডেকে সচেতন করা হয়েছে ইতিমধ্যেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584