সুষ্ঠুভাবে মিড-ডে মিল চালু রাখায় স্কুলগুলিকে পুরস্কৃত করল জেলা প্রশাসন

0
43

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর মহকুমায় অবস্থিত প্রাইমারি ও হাইস্কুলগুলি দক্ষতার সাথে সরকারি মিড-ডে মিল প্রকল্প পরিচালনা করায় স্কুলগুলিকে পুরস্কৃত করল জেলা প্রশাসন। এ দিন গঙ্গারামপুর মহকুমার বুনিয়াদপুর শহরের বিবেকানন্দ ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে মিড-ডে মিল দক্ষতার সাথে পরিচালনা করায় জেলা প্রশাসন পুরস্কৃত করল স্কুলগুলিকে।

zilla Administration Awarded to school | newsfront.co
নিজস্ব চিত্র

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক দেবাঞ্জন রায় ও মহকুমার স্কুলের প্রধান শিক্ষকেরা। গত ১ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত জেলা শাসকের নির্দেশে জেলা জুড়ে স্কুলের মিড-ডে মিল প্রকল্পের হাল-হকিকত দেখে তা লিপিবদ্ধ করা হয়। গঙ্গারামপুর মহকুমার ৬৮ টি স্কুলকে প্রথম সারিতে রাখা হয়েছে। মহকুমার মধ্যে তারা সম বরাদ্দে ছাত্রছাত্রীদের জন্য পুষ্টিকর খাবার ও নানা ধরণের মেনু করেন, যা অত্যন্ত প্রশংসা অর্জন করেছে।

আরও পড়ুনঃ উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ শিবির আয়োজন বড়ঞায়

জেলা প্রশাসন গঙ্গারামপুর মহকুমায় অবস্থিত ৩১ টি প্রাথমিক ও হাই স্কুলকে নির্বাচন করেন যারা আগামী দিনে মিড-ডে মিল ভালো ভাবে পরিচালনা করতে পারবেন। এই আলোচনা অনুষ্ঠানে সেই সব স্কুলও উপস্থিত ছিল।

গঙ্গারামপুর মহকুমা শাসক দেবাঞ্জন রায় বলেন, আমরা পনেরো দিনের জন্য জেলা প্রশাসনের নির্দেশে সরকারি মিড-ডে মিল প্রকল্প, যেসব স্কুল দক্ষতার সাথে পরিচালনা করেছে, তাদের জেলাশাসকের দেওয়া শংসাপত্র প্রদান করেছি। বাকি স্কুলগুলিকে ডেকে সচেতন করা হয়েছে ইতিমধ্যেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here