নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
করোনার ভয়ে আতঙ্কিত গোটা দেশ। ওষুধ দোকান থেকে নিমেষের মধ্যে উড়ে যাচ্ছে ভিটামিন সি, জিঙ্ক, মাল্টি ভিটামিন ট্যাবলেটও। করোনাকে দূরে রাখতে মুড়ি মুড়কির মত এই ওষুধ খাচ্ছেন সাধারণ মানুষ। কেউ কেউ আবার বাড়িতে মজুত করেও রাখছেন।
কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বলা হয়েছে, দেহে জিংকের পরিমাণ নিয়ে সচেতন থাকতে হবে। রক্তে জিঙ্কের পরিমাণ কমে গেলে মারাত্মক আকার নিতে পারে করোনা। এই ভয়েই অনেকেই আগে থেকে মজুত রাখছে এহেন ওষুধ। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে দেদার খেয়ে চলেছেন ভিটামিন সি’ও। এর ফলে সমস্যায় পড়ছেন করোনা আক্রান্ত রোগীরা, আসলে যাদের প্রয়োজন তাদের কাছে পৌঁছচ্ছে না ওষুধ। তাই এবার নয়া নির্দেশিকা জারি করতে চলেছে স্বাস্থ্য দফতর।
আরও পড়ুনঃ ৪ সংখ্যার কোড দেখালে মিলবে টিকা, নতুন নিয়ম কো-উইন অ্যাপে
প্রেসক্রিপশন ছাড়া কোনোভাবেই দেওয়া যাবে না জিঙ্ক,ভিটামিন সি জাতীয় ওষুধ।উল্লেখ্য, এইভাবেই ওষুধ মজুত করে রাখা হলে বেকায়দায় পড়বেন করোনা রোগীরা। সাধারণত, করোনা হলে এই জাতীয় প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে নানা পুষ্টিকর খাবারের পাশাপাশি এহেন ওষুধ সেবন করতে বলছেন চিকিৎসকরা।
তবে ওষুধ মজুত রাখার এই প্রবণতা মারাত্মক, আসল করোনা রোগী পাচ্ছে না ওষুধ। আর তা ঠেকাতেই রাজ্য স্বাস্থ্য দফতরের এই নির্দেশিকা। প্রেসক্রিপশন ছাড়া মিলবে না ওষুধ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584