নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
জোম্যাটো থেকে ইস্তফা দিলেন সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য গৌরব গুপ্তা। কলকাতার আইআইএমের প্রাক্তনী গৌরব জানিয়েছেন , তাঁর জীবন নতুন বাঁক নিয়েছে বলেই জোম্যাটোর সঙ্গে ৬ বছরের সম্পর্কে ইতি টানছেন তিনি।
অনলাইন ফুড ডেলিভারি সংস্থা জোম্যাটো কিছুদিন আগেই শেয়ার বাজারে তাদের সংস্থার শেয়ার নিয়ে এসেছে। তার কিছুদিনের মধ্যেই সংস্থার একজন প্রতিষ্ঠাতা সদস্যের পদত্যাগ নিয়ে উঠছে প্রশ্ন। উল্লেখ্য, কয়েকদিন আগে বন্ধ করা হয়েছে জোম্যাটোর নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের একটি পরিষেবাও।
‘৬ বছরের সম্পর্কে দাঁড়ি টানছি। এখন যোগ্য টিমের হাতেই রয়েছে জোম্যাটোকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব। এ বার আমার অন্য পথে হাঁটার পালা,’ জোম্যাটো-কে বিদায়ী ই-মেলে এমনটাই লিখেছেন গৌরব। এর উত্তরে জোম্যাটোর মুল প্রতিষ্ঠাতা দীপেন্দ্র গয়াল টুইটারে লিখেছেন ‘সত্যিই ৬ বছরে আমরা অনেকটা পথ এগিয়ে এসেছি। তবে এখনও অনেক পথ হাঁটা বাকি। আমরা কৃতজ্ঞ, যে জোম্যাটোকে এগিয়ে নিয়ে যাওয়ার যোগ্য টিম এবং নেতৃত্ব আমাদের কাছে রয়েছে।
আরও পড়ুনঃ ২৪ সেপ্টেম্বর মার্কিন সফর প্রধানমন্ত্রীর, বাইডেন রাষ্ট্রপতি হওয়ার পর প্রথম সফর মোদীর
পরে গৌরবের পদত্যাগের খবর জানিয়ে একটি টুইটও করেন দীপেন্দ্র গয়াল। তবে সংস্থার ম্যানেজমেন্টে বেশ কিছুদিন যাবত কিছু রদবদল চলছেই, এরই মধ্যে প্রতিষ্ঠাতা সদস্য গৌরবের পদত্যাগের অন্তরালে সংস্থার কোন আভ্যন্তরীণ দ্বন্দ্ব রয়েছে কিনা সে বিষয়েও উঠছে প্রশ্ন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584