পিয়ালী দাস, বীরভূমঃ
মোহাম্মদ বাজার গণধর্ষণ কাণ্ডে পুলিশ মোট ১১ জনকে গ্রেফতার করে মঙ্গলবার সিউড়ি আদালতে হাজির করেছে। সোমবার রাতে গ্রেফতার হওয়া ৫ অভিযুক্তকে বিচারক সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা যাচ্ছে গত ১৮ তারিখ মোহাম্মদ বাজার থানার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একটি গ্রামে এক আদিবাসী বিধবা মহিলাকে ধর্ষণ করা হয়। সেই মর্মে তিনি মোহাম্মদ বাজার থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করতে সমর্থ হয়।
তাকে হেফাজতে নিয়ে আরও তিন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। মহিলার দাবি, স্থানীয় একটি যুবকের সঙ্গে তার বন্ধুত্ব ছিল, সেদিন যুবকের মোটর বাইকে চেপে তিনি গ্রামে ফেরেন। সেই সময় গ্রামের যুবক জলপা হাসদা, কাটিজ হাসদা, সহ আরও তিনজন তাদেরকে মারধর করে, তারপর তাদেরকে স্থানীয় একটি ক্লাবে আটক করে।
আরও পড়ুনঃ পুলওয়ামা হত্যাকান্ডে চার্জশিট দাখিল করল এনআইএ
কেন আদিবাসী সম্প্রদায়ের বাইরে অন্য সম্প্রদায়ের যুবকের সঙ্গে কথা বলেছে এই অভিযোগে ওই যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করে এবং আদিবাসী মহিলাকেও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। নিগৃহীত যুবক কোনরকমে ৫০০০০ টাকা জোগাড় করে তাদের কাছ থেকে মুক্তি পায়। কিন্তু নিগৃহীতা মহিলা ১০০০০ টাকা দিতে পারে জরিমানা স্বরূপ।
এরপর স্থানীয় মোড়ল নিদান দেয় মহিলাটি ৪০০০০ টাকা কম দিয়েছে তাই তাকে ভোগ করবে অন্যান্য আদিবাসী যুবকরা। আদালত সূত্রে জানা যাচ্ছে ইতিমধ্যে মহিলার গোপন জবানবন্দি নথিভূক্ত করা হয়েছে।
আরও পড়ুনঃ দিল্লিতে পে-কাটের জেরে পরিচারকের হাতে খুন ডেয়ারী ব্যবসায়ী
সেখানে তিনি আরও বেশ কিছু মানুষের বিরুদ্ধে অভিযোগ করেছেন এই সালিশি সভায় যোগ থাকার কারণে। পুলিশ দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করার জন্য অভিযান শুরু করেছে। ইতিমধ্যে এই ধরনের ঘৃণ্য ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে ১১ জনকে গ্রেফতার করা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584