আক্রান্ত জগৎবল্লভপুর থানার ১১ পুলিশ কর্মী

0
203

অভিজিৎ হাজরা, হাওড়াঃ

হাওড়ার জগৎবল্লভপুর থানায় করোনায় আক্রান্ত হলেন ১১ জন পুলিশ কর্মী। করোনা সংক্রমণ প্রতিরোধে কেন্দ্র ও রাজ্য সরকার কয়েক দফা লকডাউন করেছে। এখনও তা চলছে। এরাজ্যে এখন আনলক চলছে। কিন্তু এই আনলক পরিস্থিতিতেও অন্যান্য জেলা গুলির মতো হাওড়া জেলাতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।

Jagatballavpur police station | newsfront.co
নিজস্ব চিত্র

পরিযায়ী শ্রমিকরা রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি হাওড়া জেলাতেও ফিরছেন। পরিযায়ী শ্রমিকদের মধ্যে করোনা সংক্রমণের ঘটনা ঘটছে। এর পাশাপাশি পুলিশ কর্মীরাও করোনায় আক্রান্ত হয়েছেন। হাওড়ার জগৎবল্লভপুর থানার ১১ জন পুলিশ কর্মীর লালারস পরীক্ষা রিপোর্ট পজিটিভ এসেছে। এই অবস্থায় থানা ও সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুনঃ কলকাতায় একদিনে ১৫০ কনটেনমেন্ট জোন! রাজ্যে ২৪৫৫

প্রশাসন সূত্রে জানা গেছে, জগৎবল্লভপুর থানার দু’জন অফিসার সহ মোট ১১ জন পুলিশ কর্মীর লালারস পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তাদের মধ্যে ১ জন সিভিক ভলেন্টিয়ারও আছে। এই রিপোর্ট হাওড়া জেলা স্বাস্থ্য দফতরে আসার পরই স্বাস্থ্য দফতর থেকে আধিকারিকরা ওই আক্রান্ত ১১ জন পুলিশ কর্মীকে উলুবেড়িয়ার ফুলেশ্বরে কোভিড হাসপাতাল ‘সঞ্জীবন’তে পাঠানো হয়েছে। তাদের আইসোলেশনে রাখা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here