অধিবেশন শুরুর দিনেই বাকি দিনগুলির জন্য সাসপেন্ড রাজ্যসভার ১২ জন সাংসদ

0
85

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

সংসদের শীতকালীন অধিবেশন শুরু হয়েছে আজ সোমবার থেকে। অধিবেশনের প্রথম দিনেই হই-হট্টগোলের জেরে রাজ্যসভার ১২ জন সাংসদকে অধিবেশনের বাকী দিনগুলির জন্য সাসপেন্ড করা হল। তার মধ্যে রয়েছেন তৃণমূলের দুই সাংসদও।

Rajya Sabha
ছবিঃ পিটিআই

সংসদের অধিবেশন শুরুর আগেই প্রধানমন্ত্রী আবেদন করেন যাতে শান্তিপূর্ণ ভাবে চালানো যায় অধিবেশনের কাজ। তবে তা অগ্রাহ্য করে বিরোধীরা প্রথম দিন থেকেই শুরু করেন হই হট্টগোল। লোকসভায় বিরোধীদের হৈহল্লার মধ্যেই পাশ হয় ‘কৃষি আইন প্রত্যাহার বিল-২০২১’, এরপরে রাজ্যসভাতেও তৈরি হয় একই অবস্থা। তার জেরেই ১২ জন সাংসদকে সাসপেন্ড করা হয়।

এই অধিবেশনের অবশিষ্ট দিনের জন্য সাসপেন্ড হওয়া সাংসদরা হলেন- তৃণমূলের দোলা সেন ও শান্তা ছেত্রী, এলমারাম করিম (সিপিএম), কংগ্রেসের ফুলো দেবী নেতাম, ছায়া ভর্মা, আর বোরা, রাজামণি প্যাটেল, সৈয়দ নাসির হুসেন, অখিলেশ প্রসাদ সিং, শিবসেনার প্রিয়াঙ্কা চতুর্বেদী এবং অনিল দেশাই এবং বিনয় বিশ্বম (সিপিআই)।

আরও পড়ুনঃ ইন্টারনেট গোলযোগের কারণে পিছিয়ে গেল এসএসসি- গ্রুপ ডি মামলার শুনানি

সাসপেন্ড হওয়া শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী দাবি করেন, তাঁদের পক্ষের যুক্তি না শুনেই একতরফা ভাবে সাংসসদদের সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়য়েছে। সাসপেন্ড হওয়া কংগ্রেস সাংসদ ছায়া ভর্মা দাবি করেন যে, এই সাসপেনশনের নির্দেশ খুব অন্যায্য। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার কারণে প্রধানমন্ত্রী মোদী তাঁর ইচ্ছামত কাজ করছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here