নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
দুই কোটি কুড়ি লক্ষ টাকার জাল নোটসহ ফালাকাটায় গ্রেফতার হয়েছে বারো জন সন্দেহভাজন। গোপন সূত্রে অভিযান চালিয়ে শনিবার সন্ধে সাড়ে সাতটার পর ওই অভিযুক্তদের গ্রেফতার করে ফালাকাটা থানার পুলিশ।তাদের মধ্যে পাঁচজন তেলঙ্গানার বাসিন্দা।
তদন্তে পুলিশ জানতে পেরেছে যে ফালাকাটার একটি ভুয়ো প্রত্নতাত্ত্বিক ব্যবসার চক্র দুর্মূল্য কোনো জিনিস দেওয়ার টোপ দেখিয়ে তেলেঙ্গানার ওই পাঁচ অভিযুক্তকে ফালাকাটায় ডেকে নিয়ে এসেছিল।
প্রতারণার ওই ছক জানতে পেরে রীতিমতো স্তম্ভিত হয়ে যান পুলিশ কর্তারা। ব্যাঙ্কের কারেন্সি বিশেষজ্ঞরা নোট গুলিকে পরীক্ষার পর প্রাথমিক ভাবে জাল টাকা বলে জানিয়েছেন।
আরও পড়ুনঃ নয়া নাগরিকত্ব আইন-সহ এনআরসি-এনপিআর-এর বিরোধিতায় বাইক মিছিল
অভিযুক্তদের বিরুদ্ধে ফেক কারেন্সি আইনে মামলা রুজু করেছে পুলিশ। রবিবার ধৃতদের আলিপুরদুয়ার আদালতে পেশ করে সাত দিনের রিমান্ডের আবেদন জানাবে পুলিশ। তদন্তের স্বার্থেই ধৃতদের নাম আপাতত প্রকাশ করা যাচ্ছে না বলে জানিয়েছেন আলিপুরদুয়ারের পুলিশ সুপার অমিতাভ মাইতি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584