নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
গত একসপ্তাহের তুলনায় রবিবার রেকর্ড পরিমাণ করোনা পজিটিভ সংক্রমণ ধরা পড়েছে উত্তর দিনাজপুর জেলায়৷ রাজ্য স্বাস্থ্য দফতরের করোনা বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে করোনা পজিটিভ সংক্রমিত হয়েছেন ১২৮ জন। গত কয়েকদিনে সংক্রমণের গ্রাফ ক্রমাগত ওঠানামা করলেও ১০০ এর গন্ডি ছাড়ায়নি।
রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন আনুযায়ী, ১০ আগস্টে আক্রান্ত হয়েছিলেন ৪০ জন। ১১ আগস্ট সেই সংখ্যা কমে হয়েছিল ৩০ জনে। ১২ আগস্ট পজিটিভ আক্রান্তের সংখ্যা ফের কিছুটা বেড়ে হয় ৪১ জনে। ১৩ আগস্ট আবার আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় বেশ কিছুটা কমে যায়।
আরও পড়ুনঃ ‘আমি ঠিক আছি’ -করোনায় আক্রান্ত কৃষ্ণেন্দুর উক্তি
সেই সংখ্যা হয় ১৮ জনে। ১৪ ও ১৫ আগস্টে যথাক্রমে সংক্রমণের সংখ্যা ছিল ৫২ ও ২৪। রবিবার হঠাৎই পজিটিভ কেসের সংখ্যা বেড়ে হয় ১২৮। ফলে বেশ চিন্তায় পড়েছে জেলা স্বাস্থ্য দফতর। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন মাত্র ৬ জন। মোট মৃতের সংখ্যা এদিন বেড়ে হয়েছে ১৫ জন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584