প্রয়াণ দিবসে কয়েক ঘন্টা ব্রাত্য থাকলেন বাংলা গদ্যের জনক

0
106

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

আজ নবজাগরণের অন্যতম পুরোধা পুরুষ ও পার্থিব মানবতাবাদের পথিকৃৎ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৩০ তম প্রয়াণ দিবস। দক্ষিণ দিনাজপুর প্রাথমিক সংসদের অফিসে মৃত্যু দিনে বেশ কয়েক ঘন্টা ব্রাত্য থাকলেন বাংলা গদ্যের জনক।

vidyasagar statue | newsfront.co
নিজস্ব চিত্র

বিদ্যাসাগরের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য দেখা মিললনা স্কুল পরিদর্শক থেকে সংসদ অফিসের কোন কর্মীর। দীর্ঘক্ষণ পর তৃণমূলের গুটি কয়েক নেতার বিষয়টি চোখে পড়ায় অবশেষে ডাক পড়লো তৃণমূল নেতৃত্বের। খবর পেয়ে ছুটে এলেন জেলা তৃণমূলের চেয়ারম্যান শংকর চক্রবর্তী।তিনি এসে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান। এদিকে পরে খবর পেয়ে বাড়ি থেকে ঘটনাস্থলে আসেন জেলা স্কুল পরিদর্শক নারায়ন চন্দ্র পাল।

আরও পড়ুনঃ লকডাউনেও নানা আঙ্গিকে বিদ্যাসাগরের প্রয়াণ দিবস স্মরণ পূর্ব মেদিনীপুরে

সকাল গড়িয়ে বিকেল হওয়ার মুখে অবশেষে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের তরফে তিনি ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের মূর্তিতে মাল্য দান করে তার প্রতি শ্রদ্ধা অর্পণ করেন। কেন এই অবহেলা তা নিয়ে জেলা জুড়ে বিতর্ক চরমে উঠেছে।এদিকে বিদ্যাসাগর বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না,গতবছর বিদ্যাসাগরের মূর্তি ভাঙ্গা নিয়ে তোলপাড় হয় রাজ্য। তারপরে বিদ্যাসাগর নিয়ে নেওয়া হয় একাধিক কর্মসূচি। কিন্তু ফের ছন্দপতন। মৃত্যুদিনে দক্ষিণ দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের অফিস চত্বরে বেশ কিছুক্ষণ ব্রাত্যই হয়ে থাকলেন বিদ্যাসাগর।

আরও পড়ুনঃ বাছুরডোবায় বিদ্যাসাগরের ১৩০ তম প্রয়াণ দিবস উদযাপন

যদিও পরে ভুল স্বীকার করে জেলা প্রাথমিক স্কুল বোর্ডের জেলা পরিদর্শকের সাফাই মূর্তিতে মালা অর্পণ করে শ্রদ্ধা জানানোর জন্য তিনি অন্য একজনের উপর দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু কেন তিনি আসেননি তা তিনি জানেন না।

অপরদিকে জেলা তৃণমূলের চেয়ারম্যান শংকর চক্রবর্তী জানিয়েছেন, সমাজ সচেতনতায় বিদ্যাসাগরের অবিস্মরণীয় সংগ্রাম কখনো ভোলার নয়। সমাজের জন্য প্রচুর কাজ করে গিয়েছেন তিনি। তার প্রয়াণ দিবসে তৃণমূলের তরফে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here