১৪ বছর পর ঘরের মেয়ে বাড়ি ফিরে আসায় আপ্লুত পরিবার

0
81

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ

দীর্ঘ ১৪ বছর নিখোঁজ থাকার পর অবশেষে শিলিগুড়ি মহকুমা পরিষদের ফাঁসিদেওয়া ছোট হেলাগছের মেয়ে রূপবান্তি এক্কা বাড়িতে ফিরে এল। এই ঘটনাকে কেন্দ্র করে খুশির হাওয়ায় মজেছে গোটা এলাকা।

missing girl | newsfront.co
বাড়িতে ফেরার পর রূপবান্তি(ডানদিন থেকে দ্বিতীয়)। নিজস্ব চিত্র

পরিবার সূত্রে জানা গিয়েছে, ৭ বছর বয়সে শিলিগুড়িতে দিদির বাড়িতে থাকাকালীন হঠাৎই নিখোঁজ হয়ে যায় ওই যুবতী। এরপর থানায় নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করা হয়। পুলিশ রূপবান্তিকে উদ্ধার করে জলপাইগুড়ির হোমে পাঠিয়ে দেয়।

family of missing girl | newsfront.co
পরিবারের অন্যান্য সদস্যদের সাথে রূপবান্তি। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে শোভাযাত্রার আয়োজন

সেখানে থাকাকালীন জলপাইগুড়িতে সোনালী হাই স্কুলে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশুনো করে ১৮ বছর বয়সে সেখান থেকে বেরিয়ে আসে সে। জলপইগুড়িতে রীনা দাস ও গৌতম দাস নামে এক দম্পতির বাড়িতে কর্মরত ছিল সে।

জানা গেছে, তাদের সহযোগিতায় সম্প্রতি বাড়িতে ফিরে আসে রূপবান্তি। প্রায় ১৪ বছর পর বাড়ি ফিরে রূপবান্তির পরিবারের সকলেই খুশি। তার মা জানিয়েছেন, মেয়েকে ফিরে পেয়ে তিনি খুব খুশি। অন্যদিকে রূপবান্তিও পরিবারকে পেয়ে ভীষণ খুশি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here