নিজস্ব প্রতিবেদন, ওয়েব ডেস্কঃ
পর্ন ফিল্মের ঘটনায় রাজ কুন্দ্রার ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজত। গত ১৯ জুলাই গ্রেপ্তার হওয়ার পর এতদিন পর্যন্ত পুলিশ হেফাজতে ছিলেন রাজ। আজ বম্বে হাইকোর্ট তাঁকে ১৪দিনের বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। রাজ কুন্দ্রার সংস্থার প্রযুক্তি বিষয়ক প্রধান রায়ান থর্পে-কেও এদিন বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত।
পর্ন কাণ্ডে রাজ কুন্দ্রা গ্রেপ্তার হওয়ার পরেই দুই অভিনেত্রী শার্লিন চোপড়া ও পুনম পাণ্ডে দাবি করেন, শিল্পার শেট্টির স্বামী রাজ কুন্দ্রার সূত্রেই পর্ন ইন্ডাস্ট্রিতে এসেছিলেন তাঁরা। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে শার্লিন চোপড়ার বিরুদ্ধেও সমন জারি হয়। যদিও তার আগেই বম্বে হাই কোর্টে আগাম জামিনের আবেদন করেন তিনি।
আরও পড়ুনঃ “সিনেমা হল বাঁচান, বাংলা সিনেমা বাঁচান”— আবেদনে হুঙ্কার অভিনেত্রীর
গত ফেব্রুয়ারি মাসে মধুচক্রে জড়িত থাকার অভিযোগে অভিনেত্রী গেহনা বশিষ্টকে গ্রেপ্তার করে পুলিশ। জানা গিয়েছে সেখান থেকেই রাজ কুন্দ্রার আপ্ত সহায়ক উমেশ কামাত এবং উমেশের সূত্র ধরে রাজ কুন্দ্রা পর্যন্ত পৌঁছে যান তদন্তকারী অফিসাররা। এরপর গত ১৯ জুলাই প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য রাজ কুন্দ্রাকে ডেকে পাঠায় পুলিশ এরপরে সেদিন রাতেই গ্রেপ্তার করা হয় তাকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584