নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড এলাকার ডাবচাতে, প্রশাসনের অনুমতি ছাড়াই একটি পরিবারে একজনের মারা যাওয়ায়, তার শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ওই অনুষ্ঠানে ১৫০ জনেরও বেশি মানুষ শামিল হয়েছিল বলে জানা গিয়েছে।

তারমধ্যে ১৫ জন করোনাতে আক্রান্ত হয়, যার মধ্যে ১জন করোনাতে মারাও যায়। যার ফলে চন্দ্রকোনা রোড বিট হাউসের পুলিশের পক্ষ থেকে ওই এলাকা সিল করে দেওয়া হয়েছে। এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, ব্যবসা-বাণিজ্য বন্ধ। সবকিছুই এখন স্তব্ধ অবস্থায় রয়েছে। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার অনুষ্ঠান বাড়ির সদস্যদের বিরুদ্ধে এবং ওই অনুষ্ঠানে উপস্থিত ১৪০ জনের বিরুদ্ধে চন্দ্রকোনা রোড বিট হাউস পুলিশের পক্ষ থেকে ভারতীয় দণ্ডবিধির ১৪৪ ধারা ও ৩৪ ডিজাস্টার ম্যানেজমেন্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুনঃ মুজনাই -এর দাপটে নদী গর্ভে কৃষিজমি
সেই সঙ্গে পুলিশের পক্ষ থেকে ওই এলাকার সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার আবেদন জানানো হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা চন্দ্রকোনা রোডের বাসিন্দা উত্তরা সিংহ হাজরা বলেন “পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বারবার মানুষকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার ও মুখে মাস্ক ব্যবহার করার আবেদন জানানো হয়েছে।
সেই সঙ্গে সমস্ত সামাজিক অনুষ্ঠান বন্ধ রাখার কথা বলা হয়েছিল। তা সত্ত্বেও প্রশাসনের কাছে অনুমতি না নিয়ে ওই পরিবার সামাজিক অনুষ্ঠান করায়, বহু মানুষ করোনাতে আক্রান্ত হয়েছে। এখনও পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়েছে ১৫ জন, যার মধ্যে ১ জন মারা গিয়েছে।
তাই ওই পরিবারের সদস্যদের বিরুদ্ধে এবং ওই অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলের বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করেছে।” তবে ওই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চন্দ্রকোনা রোড এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584