হরিশচন্দ্রপুরে বামফ্রন্ট সমর্থিত শিক্ষক সংগঠনে বড় ধস

0
152

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ

হরিশচন্দ্রপুর ১ নং ব্লক অধীনস্থ হরিশচন্দ্রপুর চক্রের বামফ্রন্ট সমর্থিত প্রাথমিক শিক্ষক সংগঠন এবিপিটিএ -এর সম্পাদক সহ সকল নেতৃত্ব ও সদস্যগণ একযোগে তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠন “পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি”(তৃণমূল শিক্ষা সেল) তে যোগদান করলেন।

Westbengal TMC Teachers Association
নিজস্ব চিত্র

এবিপিটিএ-র বিক্ষুব্ধ পদত্যাগী সম্পাদক মনোজ চক্রবর্ত্তী জানান যে, দীর্ঘ দিনের সাংগঠনিক অবহেলা, বঞ্চনা, নোংরা লবি এবং সর্বোপরি নবীন নেতৃত্বকে পদদলিত করে রাখা, উঠতে না দেওয়া, পদ ধরে রাখার কার্যকলাপকে ঘৃণার সাথে প্রত্যাখ্যান করে তিনি ১৫০ জন শিক্ষককে নিয়ে তৃণমূল শিক্ষা সেল এ যোগদান করলেন।

TMC joining
নিজস্ব চিত্র

তিনি আরো জানান, পূর্বতন সংগঠন শুধুমাত্র চাঁদা, রেনুয়াল এই সবেই বেশি গুরুত্ব দিচ্ছে; শিক্ষকদের সুবিধে, অসুবিধে, নিরাপত্তা, মতামতের কোনো মূল্য নেই। তারা কাজের নিরিখে কিছু মূল্যায়ণ করছেন না, শুধু নোংরা লবি। ব্লক থেকে জেলা পর্যন্ত একই চিত্র। বারবার বলা সত্ত্বেও কোনো লাভ হয়নি। তাই, তাদের এই অবস্থাকে প্রতিবাদ জানিয়ে এবং এর থেকে দূরে থাকার জন্য আমরা তৃণমূল শিক্ষা সেল -এ শিক্ষক এবং শিক্ষার উন্নয়নের স্বার্থে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উন্নয়ন যজ্ঞে শামিল হয়েছি। সরকারের বিভিন্ন শিক্ষামূলক প্রকল্প তথা দুয়ারে সরকার, দুয়ারে শিক্ষক কর্মসূচী গুলোকে ভীষণভাবে সাফল্য মন্ডিত করার কথাও মনোজবাবু বলেন।

আরও পড়ুনঃ হাইকোর্টের রায়ে স্বস্তি পেয়েছিলেন শুভেন্দু, সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে রাজ্য

তিনি আরো বলেন, আমাদের এই অবস্থানকে যথেষ্ট গুরুত্ব দিয়ে সাদরে আমাদের গ্রহন করলেন মালদা জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় আব্দুর রহিম বক্সি সাহেব এবং তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের জেলা সভাপতি মাননীয় আইনাল হক মহাশয়। এছাড়া উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুরের অন্যতম তৃণমূল নেতা জম্মু সাহেব, বুলবুল খান সহ প্রমুখ নেতৃবর্গ।

আরও পড়ুনঃ এবারও পুজো কমিটিগুলিকে দেওয়া হবে ৫০ হাজার টাকা, ঘোষণা রাজ্য সরকারের

বক্সি সাহেব শিক্ষক সংগঠনকে জোরদার এবং আরো সক্রিয় করার কথা বলেন। সবসময় পাশে থাকার আশ্বাস দেন। তিনি আরো বলেন যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারা যে অব্যাহত, বৃহৎ আকারে শিক্ষক সংগঠনে যোগদান আবার তা প্রমাণিত করলো। এদিন দুপুরে রতুয়াতে পালিত হয় এই কর্মসূচী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here