ফালাকাটায় ফের হাতির হানা, সংকটে ১৫ পরিবার

0
34

নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ

ফের হাতির হানা ফালাকাটা ব্লকে। হাতির হানায় ক্ষতিগ্রস্ত হলো ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানের ১৫ টি পরিবার। স্থানীয় সূত্রে জানাগেছে, রবিবার ভোর রাতে ২টি বিশাল বুনো হাতি হানা দিয়ে তাসাটি চা বাগানের সান্তাল লাইন,দামু লাইন, বালি লাইন, মিশন লাইন এবং হাট খোলা লাইন সহ মোট ৫ টি লাইনে ঢুকে পরে তারপর শুরু হয় তান্ডবলীলা।

damage house | newsfront.co
তছনছ বাড়িঘর ৷ নিজস্ব চিত্র
house | newsfront.co
নিজস্ব চিত্র

সান্তাল লাইনের বাসিন্দা প্রধান সান্তাল, মিলন সান্তাল, প্রধান মুন্ডার এবং সিরাজ বাঘোয়ারের দোকানের ঝাপ ভেঙে দেয়, দামু লাইনের বিনোদ মুন্ডা, পিংকি উরাও,সন্তোষ মুন্ডার ঘর ভেঙে দেয়, বালি লাইনের আনন্দ বারলার দোকান এবং সুচিতা মুন্ডার ঘর ভেঙে দেয়, মিশন লাইনের রেজিনা গুড়িয়া, প্রকাশ মুন্ডা,বিনোদ টোপ্নো,জীবন খাড়িয়ার ঘর ভেঙে দেয় এছাড়াও হাটখোলা লাইনের কার্তিক বাঘোয়ার এবং সুখরাম খাড়িয়ার ঘর ভেঙে তছনছ করে দেয় হাতির দল।

break | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ রামজীবনপুর পুরসভায় মাসিক বেতন সহ একাধিক দাবিতে অস্থায়ী কর্মীদের বিক্ষোভ

ক্ষতিগ্রস্তরা জানান, ‘প্রায় রাতেই হাতি হানা দিয়ে সঞ্চিত থাকা চাল আটা গম শাক সবজি খেয়ে সাবার করে, ঘর বাড়ি ভেঙে তছনছ করে দিনের আলো ফোটার আগে জঙ্গলে ফিরে যায় হাতি ২টি।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here